মধ্যরাতে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে। বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। প্রজাতন্ত্র দিবসের রাতে বডোদরায় মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে জেকব মার্টিনের বিরুদ্ধে।
গুজরাতের অ্যাকোটার বাসিন্দা প্রাক্তন ব্যাটার। সোমবার রাতে মত্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারেন মার্টিন। অ্যাকোটার পুনীতনগর এলাকার এই ঘটনায় ওই তিনটি গাড়ি-সহ তাঁর নিজের গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়েরা দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন মার্টিনকে।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় অ্যাকোটা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, মার্টিনই দুর্ঘটনা ঘটিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার মত্ত অবস্থায় ছিলেন, তা-ও ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার। জেলও খেটেছেন। আগে এক বার পায়রাকে গুলি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবেশীদের সঙ্গেও মাঝে মধ্যে জড়িয়ে পড়েন ঝামেলায়। তাঁর বিরুদ্ধে বেপরোয়া জীবনযাপনের অভিযোগ রয়েছে খেলোয়াড়জীবন থেকেই।
আরও পড়ুন:
১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে দেশের হয়ে ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন মার্টিন। তার মধ্যে উল্লেখযোগ্য ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রানের ইনিংস। ঘরোয়া ক্রিকেটে ন’হাজারের বেশি রান রয়েছে তাঁর।