অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে জ়িম্বাবোয়েকে ২০৪ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৫২ রান করে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। জবাবে জ়িম্বাবোয়ের ইনিংস শেষ হয় ৩৭.৪ ওভারে ১৪৮ রানে। শেষ চার উইকেট আট বলে হারায় জ়িম্বাবোয়ে। এই জয়ের পর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়ল পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের। আগামী রবিবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জ়িম্বাবোয়ে। প্রথম ব্যাট করার সুযোগ কাজে লাগাল ভারত। বিহান মলহোত্রর অপরাজিত ১০৯ রানের সুবাদে বড় রান তুলল ভারতীয় দল। বিহান ছাড়াও ভাল ব্যাট করেছেন অভিজ্ঞান কুন্ডু। ছয় নম্বরে ব্যাট করে নেমে ৬২ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার এবং ১টি ছক্কা মারেন। শুরুতে ভারতীয় ইনিংসের গতি ঠিক করে দেয় বৈভব সূর্যবংশীর ব্যাট। ওপেন করতে নেমে ৪টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫২ রানের ইনিংস খেলে ১৪ বছরের ব্যাটার। অন্য ওপেনার অ্যারন জর্জ করেন ১৬ বলে ২৩। অধিনায়ক আয়ুষ মাত্রে (২১) এবং বেদান্ত ক্রিবেদী (১৫) প্রত্যাশা মতো পারফর্ম করতে পারলেন না।
উপরের দিকে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বিহান। দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন। তাঁর ১০৭ বলের ইনিংসে রয়েছে ৭টি চার। ঝুঁকি না নিয়ে দলের ইনিংসকে ভরসা দেন। কারণ ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে এক সময় খানিকটা চাপে পড়ে যায় ভারতীয় শিবির। শেষ দিকে খিলান পটেল ১টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩০ রানের ইনিংস খেলে ভারতের রান ৩৫০ পেরোতে সাহায্য করেন।
জ়িম্বাবোয়ের কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের তেমন চাপে ফেলতে পারেননি। সফলতম তাতেন্ডা চিমুগোরো ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫১ রানে ২ উইকেট সিমবারাশে মুডজ়েনগেরের। এ ছাড়া ৮৬ রান দিয়ে ২ উইকেট পানাশি মাজ়াইয়ের।
আরও পড়ুন:
জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জ়িম্বাবোয়ে। তিন জন ছাড়া জ়িম্বাবোয়ের কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। সবচেয়ে বেশি রান করেন পাঁচ নম্বরে নামা লিরয় চিওয়াউলা। ৭৭ বলে ৬২ রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছয়। তিন নম্বরে নামা কিয়ান ব্লিগনট ৭৩ বলে ৩৭ রান করেন। ৪টি চার মারেন তিনি। এ ছাড়া ২৯ বলে ২৯ রান করেন চিমুগোরো।
ভারতের সফলতম বোলার মাত্রে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ২০ রানে ৩ উইকেট উদ্ধব মোহনের। ১৯ রানে ২ উইকেট অম্বরিশের। ১টি করে উইকেট পেয়েছেন হেনিল পটেল এবং খিলান।