ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ১০ বছর ধরে। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটে। এর মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি ছিল অন্য দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, কিন্তু ভারতীয় বোর্ড জানায় যে সরকারের অনুমতি প্রয়োজন। পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান এহসান মানির মতে পিসিবি-র কোনও প্রয়োজন নেই ভারতকে অনুরোধ করার। ভারত প্রয়োজন মনে করলে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে।
রামিজ রাজার আগে মানিই ছিলেন পাকিস্তান ক্রিকেটের প্রধান কর্তা। ২০১২-১৩ সালে ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান। সেটাই শেষ বার। তার পর থেকে আইসিসি-র কোনও প্রতিযোগিতা ছাড়া আর একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলতে নামেনি ভারত-পাকিস্তান।
পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানি বলেন, “আমি সব সময় একটা বিষয়ে পরিষ্কার ছিলাম। যদি ভারত মনে করে খেলবে, তা হলে পাকিস্তানে এসে খেলতে হবে। আমি কখনও না বলিনি, কিন্তু নিজেদের সম্মান রাখা উচিত। আমরা কেন ভারতের পিছনে দৌড়ব? এটা কখনও উচিত নয়। ওরা যদি খেলতে রাজি থাকে, তা হলে আমরাও খেলতে রাজি।”