Advertisement
০৮ মে ২০২৪
Rohit Sharma

IPL 2022: আইপিএলে অধিনায়ক রোহিত ব্যর্থ, প্রভাব পড়বে বিশ্বকাপে? আনন্দবাজার অনলাইনে কী বললেন কোচ

আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। এর পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে অক্টোবর থেকে। সেখানে কোনও প্রভাব পড়বে না তো? দীনেশ বললেন, “দলটাই তো পাল্টে যাবে। ওখানে সম্পূর্ণ অন্য একটা দলকে নেতৃত্ব দেবে রোহিত। দুটো দলের কোনও মিলই নেই। রোহিতের কোনও সমস্যাই হবে না ভারতীয় দলকে নেতৃত্ব দিতে। ও নিজেকে প্রমাণ করেছে অধিনায়ক হিসেবে।”

একের পর এক ম্যাচ হারতে হচ্ছে রোহিতের দলকে।

একের পর এক ম্যাচ হারতে হচ্ছে রোহিতের দলকে। —ফাইল চিত্র

শান্তনু ঘোষ
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৩:৩৭
Share: Save:

টানা ন’টি ম্যাচে হার। ভারত অধিনায়ক হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কি খেই হারিয়ে ফেললেন রোহিত শর্মা? পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়কের এ বারের হারের ছবি দেখলে এমনটা মনে হওয়া স্বাভাবিক। তবে জাতীয় দলের নেতৃত্ব আইপিএলে বোঝা হচ্ছে না এবং ভারতের হয়ে নেতৃত্ব দেওয়ার সময় এমন কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড

ভারতীয় দলে সব ধরনের ক্রিকেটে অধিনায়ক হওয়ার পর এটিই ছিল রোহিতের প্রথম আইপিএল। যে ট্রফি পাঁচ বার জেতার ফলে অনেকেই বিরাট কোহলীর বদলে তাঁকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন, ভারতীয় দলের নেতৃত্ব পাওয়ার পর সেই প্রতিযোগিতাতেই ধরাশায়ী রোহিত। রোহিতের উপর কি তবে চাপ তৈরি হয়েছে? আনন্দবাজার অনলাইনকে দীনেশ বললেন, “রোহিত এ বার দলটাই ঠিক মতো পায়নি। মিডল অর্ডারে হার্দিক পাণ্ড্য নেই, কায়রন পোলার্ড ছন্দে নেই, যশপ্রীত বুমরা উইকেট নিতে পারছিল না, এত কিছু এক সঙ্গে হওয়ার ফলেই জিততে পারছে না মুম্বই। রোহিতের নেতৃত্বে কোনও ত্রুটি নেই।”

আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। এর পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে অক্টোবর থেকে। সেখানে কোনও প্রভাব পড়বে না তো? দীনেশ বললেন, “দলটাই তো পাল্টে যাবে। ওখানে সম্পূর্ণ অন্য একটা দলকে নেতৃত্ব দেবে রোহিত। দুটো দলের কোনও মিলই নেই। রোহিতের কোনও সমস্যাই হবে না ভারতীয় দলকে নেতৃত্ব দিতে। ও নিজেকে প্রমাণ করেছে অধিনায়ক হিসেবে।”

রোহিত শর্মার সঙ্গে একটি অনুষ্ঠানে তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড।

রোহিত শর্মার সঙ্গে একটি অনুষ্ঠানে তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড। —ফাইল চিত্র

এ বারের আইপিএলের বেশির ভাগ ম্যাচ মুম্বইয়ে হচ্ছে। ঘরের মাঠের সুবিধা পেতে পারত মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত নিজেও মুম্বইয়ের ঘরের ছেলে। তাঁর চেনা মাঠেই খেলা। তবুও কেন সাফল্য এল না পাঁচ বারের আইপিএলজয়ীদের দলে? রোহিতের ছোটবেলার কোচ বললেন, “২০ ওভারের খেলায় ঘরের মাঠের সুবিধা সে ভাবে পাওয়া যায় না। রোহিতের দলের বেশ কিছু ক্রিকেটারের খারাপ ছন্দই বিপদ ডেকে এনেছে।”

রোহিত নিজে সে ভাবে রান পাচ্ছেন না। ছাত্রকে উপদেশ দিলেন দীনেশ। তিনি বললেন, “ক্রিজে আরও কিছুটা সময় কাটাতে হবে রোহিতকে। শুরু থেকেই মারতে গেলে হবে না। আগে দলে কুইন্টন ডি’কক ছিল। দু’দিক থেকে রান উঠত। কিন্তু এ বার ঈশান কিশন রান পাচ্ছে না। রোহিতের উপর চাপ তৈরি হচ্ছে। সেই কারণেই শুরু থেকে মারতে যাচ্ছে রোহিত। সেটা করলে হবে না। ক্রিজে নেমে কয়েক ওভার দেখে খেলতে হবে।”

এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র দু’টি জিতেছে মুম্বই। বাকি সব ম্যাচ জিতলেও প্লে-অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই সব কিছুর প্রভাব ভারত অধিনায়ক রোহিতের উপর সে ভাবে পড়বে না বলে মনে করছেন তাঁর কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE