সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যে দলই জিতুক মহিলাদের এক দিনের বিশ্বকাপে এ বার দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন। রবিবার নবি মুম্বইয়ের মাঠে দেখা যাবে বেশ কয়েকটি লড়াই। তেমনই পাঁচটি লড়াইয়ের কথা তুলে ধরল আনন্দবাজার ডট কম।
মন্ধানা বনাম কাপ—
ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা ফর্মে রয়েছেন। আট ম্যাচে ৩৮৯ রান করে দ্বিতীয় সর্বাধিক রানের মালকিন তিনি। মন্ধানা ভারতকে ভাল শুরু দিলে দলের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ফাইনালে তাঁকে সামলাতে হবে দক্ষিণ আফ্রিকার মারিজ়ান কাপকে। বিশ্বকাপে আট ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন। ফলে ফাইনালে মন্ধানা বনাম কাপের লড়াই দেখা যাবে।
উলভার্ট বনাম ক্রান্তি—
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট সেমিফাইনালে একাই করেছেন ১৬৯ রান। দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপে আট ম্যাচে সর্বাধিক ৪৭০ রান তাঁর। উলভার্টকে থামানোর দায়িত্ব থাকবে ভারতের ক্রান্তি গৌড়ের কাঁধে। বিশ্বকাপে ৯ উইকেট নিয়েছেন এই পেসার। সেমিফাইনালে অ্যালিসা হিলিকে আউট করে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছিলেন। সেই কাজটাই করার চেষ্টা করবেন ক্রান্তি। দেখা যাবে উলভার্ট বনাম ক্রান্তির লড়াই।
জেমাইমা বনাম এমলাবা—
একার কাঁধে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ৫০ ওভার ব্যাট করে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছেন। বিশ্বকাপে সাত ম্যাচে ২৬৮ রান তাঁর। অপর দিকে রয়েছেন নোনকুলুলেকো এমলাবা। কাপের মতোই তিনিও ১২ উইকেট নিয়েছেন। তিন নম্বরে নামা জেমাইমাকে বাউন্সারে সমস্যায় ফেলার চেষ্টা করবেন তিনি। ফলে তাঁদের মধ্যেও লড়াই দেখা যাবে।
ব্রিটস বনাম রেণুকা—
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শতরান করেছিলেন তাজ়মিন ব্রিটস। চলতি বছর এক দিনের ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে তাঁর। উলভার্টের সঙ্গে ওপেন করেন। ব্রিটসের সঙ্গে লড়াই দেখা যাবে ভারতের রেণুকা সিংহ ঠাকুরের। বিশ্বকাপে মাত্র তিনটি উইকেট নিলেও রেণুকার বোলিং সমস্যায় ফেলেছে ডানহাতি ব্যাটারদের। বিশেষ করে তাঁর ভিতর দিকে ঢুকে আসা বল খেলা খুব কঠিন। পাশাপাশি অভিজ্ঞতাও রয়েছে রেণুকার। সেটা কাজে লাগাবেন তিনি। ফলে ব্রিটসের সঙ্গে তাঁর লড়াই দেখা যাবে।
হরমনপ্রীত বনাম ডি ক্লার্ক—
শেষ কয়েকটি ম্যাচে ফর্মে ফিরেছেন হরমনপ্রীত কৌর। ভারত অধিনায়ক আট ম্যাচে ২৪০ রান করেছেন। মিডল অর্ডারে দলের রান টানার দায়িত্ব থাকে তাঁর। সেখানে তাঁকে সামলাতে হবে দক্ষিণ আফ্রিকার স্পিনার নাদিন ডি ক্লার্ককে। বিশ্বকাপে আট উইকেট নিয়েছেন ডি ক্লার্ক। হরমনপ্রীত পেসারদের বিরুদ্ধে ভাল খেলেন। বল ব্যাটে এলে শট মারতে সুবিধা হয় তাঁর। কিন্তু অফ স্পিনারদের সামনে সমস্যা হয় তাঁর। ডি ক্লার্ক অফ স্পিনার। হরমনপ্রীতের বিরুদ্ধে তাঁকে ব্যবহার করবে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের ইনিংসের মিডল অর্ডারে এই দুই ক্রিকেটারের লড়াই দেখা যাবে।