গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস। লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন আব্বাস। দুবাই থেকে লন্ডন যাওয়ার সময় বিমানে আব্বাস করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসেন। লন্ডনে পৌঁছনোর পর তাঁর কিডনিতে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, প্রাক্তন পাক অধিনায়ক নিউমোনিয়াতেও আক্রান্ত। এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
লন্ডনের হাসপাতালে ডায়ালিসিস চলছে আব্বাসের। তাঁর শরীর অত্যন্ত দুর্বল। চিকিৎসকরা তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না। আব্বাসের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট মহলে। পাকিস্তান-সহ বিশ্বের বহু প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
Wishing speedy recovery & complete health to Zaheer Abbas sb. Get well soon. Aameen
— Mohammad Hafeez (@MHafeez22) June 21, 2022https://t.co/ld5VH2nj7f
Pray for "Zed" - the mercurially gifted Zaheer Abbas - who made batting an art form at a level few in the history of the game have matched. @Gloscricket @GlosGLS @GlosFans @finderskeeperss
— Alan Wilkins (@alanwilkins22) June 21, 2022
#ZaheerAbbas #Gloucestershire #Pakistan pic.twitter.com/sNZyOItG2L
পাকিস্তানের হয়ে ৭২টি টেস্ট খেলে ৫০৬২ রান করেছিলেন আব্বাস। ৬২টি এক দিনের ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৭২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে আব্বাসের পরিসংখ্যান অনবদ্য। ৪৫৯টি ম্যাচ খেলে করেছেন ৩৪,৮৪৩ রান। শতরান ১০৮টি। তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৫৮। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসাবেও কাজ করেছেন আব্বাস।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।