প্রয়াত ভারতের প্রাক্তন অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি। বেশ কিছু দিন রোগ ভোগের পর বুধবার ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে আবিদের বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন। দেশের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচও খেলেছেন আবিদ।
সমাজমাধ্যমে আবিদের মৃত্যু সংবাদ জানিয়েছেন তাঁর আত্মীয় এবং নর্থ আমেরিকা ক্রিকেট লিগের কর্তা রেজ়া খান। হায়দারাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন আবিদ। মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতেন। জোরে বোলার হিসাবেও দক্ষ ছিলেন। ১৯৬৭ সালের ২৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আবিদের। শেষ টেস্ট খেলেন ১৯৭৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ২৯টি টেস্টে ২০.৩৬ গড়ে ১০১৮ রান রয়েছে তাঁর। রয়েছে ছ’টি অর্ধশতরানের ইনিংস। লাল বলের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৮১। বল হাতে ৪২.১২ গড়ে নিয়েছিলেন ৪৭টি উইকেট। টেস্টে তাঁর সেরা বোলিং ৫৫ রানে ৬ উইকেট। এ ছাড়া দেশের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচে ৯৩ রানে করেন। সর্বোচ্চ ৭০। ২৬.৭১ গড়ে নেন সাতটি উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২টি ম্যাচ খেলেছিলেন প্রয়াত অলরাউন্ডার। ১৩টি শতরান, ৩১টি অর্ধশতরান-সহ তাঁর সংগ্রহে রয়েছে ৮৭৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৭টি উইকেট রয়েছে আবিদের। ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। ১২টি লিস্ট এ ম্যাচে করেছেন ১৬৯ রান। উইকেটে নেন ১৯টি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাকাপাকি ভাবে আমেরিকায় চলে যান আবিদ। ক্যালিফোর্নিয়ায় বাড়ি করে বসবাস করতে শুরু করেন। সেখানে ক্রিকেটের প্রসারের জন্য কাজ করেছেন।