ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভাল পারফরম্যন্সের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল পারফরম্যান্স করেছেন শুভমন গিল। ভারতের তরুণ ব্যাটারকে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউ জ়িল্যান্ডের গ্লেন ফিলিপসের সঙ্গে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াই ছিল শুভমনের। সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন ভারতের তরুণ ওপেনার। তাঁকেই ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নিল আইসিসি।
ফেব্রুয়ারি মাসে পাঁচটি এক দিনের ম্যাচ খেলে শুভমন করেছিলেন ৪০৬ রান। তাঁর গড় ১০১.৫০। স্ট্রাইক রেট ৯৪.১৯। টানা তিনটি ম্যাচে ৫০-এর বেশি রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে নাগপুরের ২২ গজে শুভমন করেন ৮৭ রান। তার পর দ্বিতীয় ম্যাচে কটকে করেন ৬০ রান। জস বাটলারের দলের বিরুদ্ধে অহমদাবাদে তৃতীয় এক দিনের ম্যাচে শুভমনের ব্যাট থেকে এসেছিল ১১২ বলে ১০২ রানের ইনিংস। সিরিজ়ের সেরা ক্রিকেটারও হয়েছিলেন শুভমন। তাঁর এই পারফরম্যান্সকে উপেক্ষা করতে পারেননি আইসিসি কর্তৃপক্ষও।
আরও পড়ুন:
আইসিসির সেরা ক্রিকেটার হয়ে উচ্ছ্বসিত শুভমন। তিনি বলেছেন, ‘‘দলের সাফল্যে অবদান রাখতে পারলে সব সময় ভাল লাগে। সেই অবদান স্বীকৃতি পেলে আরও বেশি ভাল লাগে। সব সময় ইতিবাচক ভাবনা নিয়ে মাঠে নামি। প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি।’’ আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এ বারও গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমন।