রাঁচীতে মহেন্দ্র সিংহ ধোনির বাড়ির ভোল পাল্টে গিয়েছে। ২০০৯ সালে তাঁকে জমিটি দিয়েছিল ঝাড়খণ্ডের হাউসিং বোর্ড। সেখানে বানানো বাড়িটি সম্প্রতি নতুন করে সাজিয়েছেন ধোনি। সেই বাড়ির দেওয়ালে রয়েছে তাঁর নাম এবং জার্সির নম্বর। রয়েছে হেলিকপ্টার শটের মুহূর্তের ফলকও।
ভারতের হয়ে খেলার সময় ৭ নম্বর জার্সি পরে খেলতেন ধোনি। এখন চেন্নাই সুপার কিংসের হয়েও ওই নম্বরের জার্সি পরেন। তাঁর জন্মদিন ৭ জুলাই। রাঁচীর বাড়িতে ধোনি দেওয়ালে সেই ৭ নম্বর এবং তাঁর নামের ফলক বসিয়েছেন। ধোনির ব্যাট করার বিভিন্ন মুহূর্তের ফলকও বসানো রয়েছে দেওয়ালে। বিখ্যাত হেলিকপ্টার শটের ফলকও রয়েছে। যে কারণে সমর্থকদের কাছে বিশেষ দ্রষ্টব্য হয়ে উঠেছে বাড়িটি। সেখানে গিয়ে নিজস্বী (সেল্ফি) তুলছেন সমর্থকেরা।
২০০৯ সালে জমি পাওয়ার পর বাড়ি বানিয়েছিলেন ধোনি। নাম দিয়েছিলেন ‘শৌর্য্য’। ধোনি যদিও রাঁচীর সিমালিয়ায় তাঁর খামারবাড়িতে থাকেন।
আরও পড়ুন:
ভারতের অধিনায়ক হিসাবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭), এক দিনের বিশ্বকাপ (২০১১) এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩) জিতেছেন। তাঁর নেতৃত্বে টেস্টেও ভারত এক নম্বর ছিল। ভারতের অন্যতম সফল অধিনায়ক তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন। ৪৩ বছর বয়সে এখনও আইপিএল খেলেন ধোনি। এই বছরও খেলবেন তিনি। ৪ কোটি টাকা দিয়ে ধোনিকে দলে রেখেছে চেন্নাই।