এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ়েও ফর্ম দেখিয়েছেন অভিষেক শর্মা। সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন। সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়ে জানিয়েছেন, এখন থেকেই আগামী বছরের টি২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন তিনি। তবে তার আগে অভিষেককে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে, অভিষেককে বুঝতে হবে, কোন বলে তিনি মারবেন আর কোন বল ছাড়বেন।
নিজের ইউটিউব চ্যানেলে অভিষেককে নিয়ে মুখ খুলেছেন ইরফান। তিনি বলেন, “অভিষেক ভয়ডরহীন ক্রিকেট খেলে। সেটা খুব ভাল। কিন্তু ওকে বল বাছতে হবে। প্রতি বলে ও উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট মারতে যায়। এতে বোলারেরা ওর বিরুদ্ধে পরিকল্পনা করতে পারবে। বিশেষ করে যে বোলারদের বৈচিত্র বেশি তারা ওকে সমস্যায় ফেলবে। তাই ওকে বোলার বাছতে হবে। কোন বলে মারবে আর কোন বল ছাড়বে সেটাও বাছতে হবে। আগ্রাসন ভাল, তবে তার সঙ্গে পরিকল্পনাও থাকতে হবে।”
খুব একটা ভুল বলেননি ইরফান। এই সিরিজ়েই সেটা দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার জশ হেজ়লউডের বল খেলতে সমস্যা হচ্ছিল অভিষেকের। শুরুতে তাঁর বিরুদ্ধে অনেক বল মন্থর করেছেন বোলারেরা। এতে তাঁর স্বাভাবিক শট খেলতে সমস্যাও হয়েছে। সেই বিষয়ে হেজ়লউড বলেন, “এটাই তো হয়। কোনও ব্যাটার শুরুতে খুব ভাল খেলে। বোলারেরা তাকে নিয়ে গবেষণা করে। তার শক্তি, দুর্বলতা খতিয়ে দেখে। সেই অনুযায়ী পরিকল্পনা করে। তাই ব্যাটার নিজেকে না বদলালে দীর্ঘ দিন এক ভাবে খেলা সম্ভব নয়।” সেই কথাই বলেছেন ইরফান।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে সবচেয়ে বেশি ১৬৩ রান করেছেন অভিষেক। ৪০.৭৫ গড় ও ১৬১.৩৮ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তবে বড় রান তাঁর ব্যাট থেকে দেখা যায়নি। আক্রমণাত্মক খেললেও অসি বোলারেরা তাঁকে আউট করতে পেরেছেন। ইরফানের মতে, ভারতকে বিশ্বকাপ জিততে হলে অভিষেককে ভাল খেলতে হবে। সব রকম পরিস্থিতির জন্য অভিষেককে তৈরি থাকতে হবে। তাই তাঁকে সতর্ক করেছেন ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইরফান।