Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ravi Shastri

T20 World Cup 2022: শাস্ত্রীই কি বিশ্বকাপের দল বাছবেন? নির্বাচকদের সে রকমই পরামর্শ প্রাক্তনের

এক সময় ভারতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন শ্রীকান্ত। এখন সেই দায়িত্বে তাঁর প্রাক্তন সতীর্থ চেতন। উপদেশ দিতে তৈরি ভারতের প্রাক্তন ওপেনার।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৯:০৭
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও কিছু ২০ ওভারের ম্যাচ বাকি ভারতের। রয়েছে এশিয়া কাপের মতো প্রতিযোগিতাও। যত ম্যাচ কমছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে কারা থাকবেন সেই নিয়ে চিন্তা তত বাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে এ বার মুখ খুললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মাকে ঠিক দল বেছে নেওয়ার উপদেশ দিলেন তিনি।

ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত এবং রবি শাস্ত্রী। সেখানে ভারতীয় দল নিয়ে কথা বলছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। সেই অনুষ্ঠান থেকেই চেতনের উদ্দেশে শ্রীকান্ত বলেন, “ঠিক দল বেছে নিতে হবে। চেতনের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। এ ভাই চিতু (চেতন), ঠিক দল বেছে নিও। পরামর্শ চাইলে আমাকে ফোন করো, রবিকে (শাস্ত্রী) ফোন করো। আমরা দু’জন ভাল উপদেশ দেব।”

এক সময় শ্রীকান্ত নিজেও ভারতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন। শাস্ত্রী ভারতীয় দলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ ছিলেন। এমন দু’জনের সঙ্গে চেতন কথা বলবেন কি না তা জানা যায়নি।

ভারতীয় দলে নানা পরীক্ষানিরীক্ষা চলছে। বিভিন্ন ক্রিকেটারকে দেখে নেওয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই বিষয়ে শ্রীকান্ত বলেন, “একাধিক ক্রিকেটারকে সুযোগ দিচ্ছে ভারতীয় দল। এটা একদম ঠিক পদ্ধতি। তবে এশিয়া কাপ থেকে বিশ্বকাপের কথা মাথায় রেখেই ক্রিকেটারদের দলে নিতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE