Advertisement
০৬ ডিসেম্বর ২০২৩
Virat Kohli

Virat Kohli: ‘দু’জনের অবস্থা একই রকম’, কোহলীর সঙ্গে পাকিস্তানের বোলারের তুলনা প্রাক্তন পাক অধিনায়কের

বিরাট কোহলী এখন বিশ্রামে। এশিয়া কাপে ফেরার কথা রয়েছে তাঁর। তার আগেই পাকিস্তানের বোলারের সঙ্গে তাঁর তুলনা করা হল।

বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৫:১৫
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলীকে দেখা যাচ্ছে না। বিশ্রামে রয়েছেন তিনি। আসন্ন জিম্বাবোয়ে সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দেখা যেতে পারে এশিয়া কাপে।

কোহলীর সঙ্গে হঠাৎই পাকিস্তানের বোলার হাসান আলির তুলনা করলেন মহম্মদ হাফিজ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন, কোহলী অতিরিক্ত মানসিক চাপে পড়ে যাওয়ার কারণে তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছে। একই অবস্থা হয়েছে হাসানেরও। এক টানা খেলতে খেলতে তিনি এতটাই মানসিক চাপে পড়েন যে, খারাপ খেলতে থাকেন। তাঁকে বাদ দেওয়া হয়েছে। হাফিজের মতে, হাসানকে অনেক আগেই বিশ্রাম দেওয়া উচিত ছিল।

পাকিস্তানের এক সংবাদপত্রে হাফিজ বলেছেন, “গত ১০ বছরে কোহলী বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ওর একই সমস্যা হচ্ছে। প্রচণ্ড মানসিক চাপে পড়েছিল বলেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমার মতে, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

একই সঙ্গে হাসানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে তুলোধনা করেছেন হাফিজ। বলেছেন, “ও দলের অন্যতম সেরা বোলার। কেরিয়ারের কিছু সময়ে ক্রিকেটারদের ছন্দ ভাল যায় না। তখন তাদের বিশ্রাম দিতে হয়। কিন্তু হাসানকে এমন অনেক সিরিজে খেলতে হয়েছে, যেখানে ওকে বিশ্রাম দেওয়াই যেত। মানসিক ভাবে হাসান সেই চাপ সামলাতে তৈরি ছিল না। এখন খারাপ খেলার কারণে ওকে বাদ দেওয়া হয়েছে।”

হাসান বাদ পড়লেও কোহলীর এশিয়া কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল। তিনি নিজেও এশিয়া কাপে ফিরতে আগ্রহী। ভারতের সিদ্ধান্তকে সাধুবাদ দিয়ে হাফিজ বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারের বিরতি দরকার। ভারতীয় বোর্ড খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE