Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bhuvneshwar Kumar

এশিয়া কাপে ১১ উইকেট! তার পরেও ভুবনেশ্বরকে টি২০ বিশ্বকাপে দেখছেন না প্রাক্তন পাক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাটের মতে, ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার অনেক রান দেন। তাই এশিয়া কাপে ভাল বল করলেও তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখছেন না বাট।

ভুবনেশ্বর কুমারকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক।

ভুবনেশ্বর কুমারকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৭
Share: Save:

এশিয়া কাপে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে সেরা আফগানিস্তানের বিরুদ্ধে চার রান দিয়ে পাঁচ উইকেট। কিন্তু তার পরেও ভুবনেশ্বর কুমারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জার্সিতে দেখতে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তাঁর মতে, ডেথ ওভারে ভুবনশ্বের প্রচুর রান দেন। তাই ভুবনেশ্বর থাকলে রোহিত শর্মাদের সমস্যা হবে বলে মনে করেন তিনি।

ভারত এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বাট বলেন, ‘‘হতে পারে শুরুর ওভারে ভুবনেশ্বর উইকেট পেয়েছে। কারণ, সংযুক্ত আরব আমিরশাহির উইকেটে শুরুতে বল কিছুটা সুইং করে। কিন্তু ভাল ব্যাটারদের ক্ষেত্রে সেই সুইং সামলানো খুব একটা কঠিন হবে না। টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ভুবনেশ্বর প্রচুর রান দেয়। সেটা ভারতের পক্ষে সমস্যা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ভুবনেশ্বরকে দেখতে পাচ্ছি না।’’

আফগানিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বরের ভাল বলের কৃতিত্ব যতটা না তাঁর, তার থেকে অনেক বেশি আফগান ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাট। ব্যাটারদের ব্যর্থতার জন্যই ভুবনেশ্বর এত উইকেট নিতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। বাট বলেন, ‘‘আফগানিস্তানের বেশির ভাগ ব্যাটারই গায়ের জোরে খেলে। ওদের টেকনিক ভাল নয়। তাই বল সুইং করলে ওদের খেলতে সমস্যা হয়। সেই কারণেই ভুবনেশ্বর এত উইকেট পেয়েছে।’’

ডেথ ওভারে ব্যাটাররা ভুবনেশ্বরকে নিশানা করতে পারেন বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘‘ভুবনেশ্বরের বলের গতি কম। তাই শেষ দিকে ব্যাটারকে ওর বিরুদ্ধে বড় শট খেলতে ভয় পায় না। ওকে নিশানা করে ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বর খেললে শেষ দিকে ভুগতে হবে ভারতকে।’’

এশিয়া কাপে ভারতীয় দলে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, হর্ষল পটেলরা ছিলেন না। দীপক চাহারও সবে চোট সারিয়ে ফিরেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা দলে ফিরবেন। তাই সেই দলে ভুবনেশ্বরের জায়গা পাওয়া কঠিন বলে মনে করেন বাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE