বিতর্ক পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এ বার বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে নিশানা করেছেন দলের প্রাক্তন কোচ জেসন গিলেসপি। তাঁর দাবি, ক্রিকেটের উন্নতির দিকে নকভির কোনও নজরই ছিল না। এমনকি, ২০ মিনিট গাড়ি চালিয়ে বৈঠকেও যেতেন না তিনি।
গত বছর এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গিলেসপিকে পাকিস্তানের লাল বলের ক্রিকেটের কোচ করা হয়। সাদা বলের ক্রিকেটের কোচ নিযুক্ত হন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কার্স্টেন। তাঁদের চুক্তি ছিল দু’বছরের। কিন্তু সাত মাস পরে তাঁরা দু’জন পদত্যাগ করেন। তাঁদের অভিযোগ ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তাঁদের কাজে প্রতিনিয়ত হস্তক্ষেপ করছে। ফলে কাজ করতে সমস্যা হচ্ছে তাঁদের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবার পাক বোর্ডকে নিশানা করেছেন গিলেসপি। তিনি বলেন, “গ্যারি একটা দুর্দান্ত পরিকল্পনা করেছিল। ক্রিকেটারদের নিয়ে একটা শিবির করা হয়েছিল। সেখানে সকলে নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনা বাকিদের সঙ্গে ভাগ করে নিত। আমি অস্ট্রেলিয়া থেকে গিয়েছিলাম। গ্যারি দক্ষিণ আফ্রিকা থেকে গিয়েছিল। কিন্তু চেয়ারম্যান নকভি সেখানে ছিলেন না।”
আরও পড়ুন:
গিলেসপির দাবি, শহরে থেকেও বৈঠকে যোগ দেননি নকভি। তিনি বলেন, “উনি তখন লাহৌরেই ছিলেন। ২০ মিনিট গাড়ি চালিয়ে আমাদের শিবিরে যেতে পারতেন। কিন্তু সেটা করেননি। তার বদলে জুম কলে যোগ দিয়েছিলেন। আমরা হতাশ হয়েছিলাম। বোর্ডের প্রধানেরই যদি ক্রিকেটের উন্নতির দিকে নজর না থাকে তা হলে সে দেশের ক্রিকেট কী ভাবে ভাল হবে? তাই পাকিস্তানের ক্রিকেট ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে।”
২০২৩ সালে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটে ডামাডোল চলছে। কয়েক মাস অন্তর অধিনায়ক বদলে ফেলা হচ্ছে। কোচ করে কাউকে আনলে তিনি বেশি দিন থাকছেন না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তিন প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান ও শাহিন আফ্রিদির টি-টোয়েন্টি কেরিয়ার শেষের পথে। তাঁদের দলে নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে নিশানা করলেন প্রাক্তন কোচ গিলেসপি।