সমাজমাধ্যমে রাজস্থান রয়্যালসের প্রাক্তন মালিক রাজ কুন্দ্রার পোস্ট ঘিরে চাঞ্চল্য। আর্থিক দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। রাজ সম্পর্কে অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী।
এ বারের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান। এক সময় সেই দলের মালিক ছিলেন রাজ। তিনি সোমবার সাংবাদিক বৈঠক করে সব তথ্য প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। রাজ সমাজমাধ্যমে লেখেন, “খুব শীঘ্রই আমি সব তথ্য প্রকাশ্যে আনব। রাজস্থান রয়্যালসের এক প্রচারক যে ভাবে আর্থিক দুর্নীতি করেছেন, তা ফাঁস করব। খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে আসবে। তথ্যই সব কথা বলবে।”
আরও পড়ুন:
রাজস্থানের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। এ বারের আইপিএলে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। নবম স্থানে শেষ করেছে রাজস্থান। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে। রাজস্থানের বিরুদ্ধে এ বারে ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হারার অভিযোগ উঠেছিল। তেমনই একটি সময়ে রাজের পোস্ট। সেই কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনেকে আবার বলছেন, এই সব প্রচার পাওয়ার ছক। ১২ জুন কর্ণ জোহরের একটি অনুষ্ঠানে যাবেন রাজ। তার আগে প্রচার পাওয়ার জন্য এই সব করছেন বলে মনে করছেন অনেকে। ২০০৯ সালে শিল্পা এবং রাজ মিলে রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশ শেয়ার কিনেছিলেন। ২০১৫ সালে রাজের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর শেয়ার বিক্রি করে দিয়েছিলেন তাঁরা।