Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Indian Cricket

দ্রাবিড়কে তুলোধনা গম্ভীরের! ‘কোচের কাজ কি শুধু …’ প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনা করেছেন গৌতম গম্ভীর। দ্রাবিড়কে তাঁর দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। কেন এমন বললেন গম্ভীর?

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের কাজে খুশি নন গৌতম গম্ভীর। তাঁর সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের কাজে খুশি নন গৌতম গম্ভীর। তাঁর সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৬:২০
Share: Save:

রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক কিছু সিরিজ়ে দ্রাবিড়ের কাজে খুশি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ। এ বার দ্রাবিড়কে কটাক্ষ করলেন গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটারের প্রশ্ন, কোচের কাজ কি শুধু থ্রো-ডাউন দেওয়া? কিন্তু কেন এমন বললেন তিনি!

ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভাল খেলার পরেও ভারতীয় দলে জায়গা হচ্ছে না পৃথ্বী শ’র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শৃঙ্খলা মেনে চলেন না। সেখানেই আপত্তি গম্ভীরের। তিনি বলেছেন, ‘‘কোচ কী জন্য রয়েছে? শুধু থ্রো-ডাউন করালেই হয় না। কোচের আসল কাজ হল এই ধরনের ক্রিকেটারদের সাহায্য করা। পৃথ্বী আমাদের দেশের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটার। তাকে ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব কোচের। না হলে এই প্রতিভা নষ্ট হয়ে যাবে।’’

গম্ভীরের মতে, দ্রাবিড়ের উচিত পৃথ্বীর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা যে কোথায় সমস্যা হচ্ছে। তিনি বলেছেন, ‘‘যদি ফিটনেস বা জীবনযাপন প্রধান সমস্যার কারণ হয় তা হলে দ্রাবিড়ের উচিত পৃথ্বীর সঙ্গে কথা বলা। ওকে বোঝানো যে ভারতীয় দলে খেলতে খেলতে কী কী করতে হবে ওকে। এ ভাবে ছেড়ে দিলে হবে না। তা হলে সমস্যার সমাধান হবে না।’’

পৃথ্বীকে অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকে দ্রাবিড় দেখছেন। তাই তিনি পৃথ্বীকে ভাল ভাবে বুঝতে পারবেন বলে মনে করেন গম্ভীর। পৃথ্বী আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ হতে পারেন বলেও মনে করেন তিনি। গম্ভীর বলেছেন, ‘‘পৃথ্বী আন্তর্জাতিক ক্রিকেট যে ভাবে শুরু করেছিল তাতে ও অনেক আগে যেতে পারত। কিন্তু সেটা হচ্ছে না। কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে হবে। এটাই ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ। সেটা তাদের নিতে হবে।’’

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খুব ভাল খেলেছেন পৃথ্বী। ১৮১.৪২ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন তিনি। প্রতিযোগিতায় সব থেকে বেশি রান পৃথ্বীর ব্যাট থেকে এসেছে। তার পরেও শ্রীলঙ্কার ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি পৃথ্বী। সেই ঘটনা নিয়েই এ বার সরব হয়েছেন গম্ভীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE