E-Paper

কোচ হলে ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে চান গম্ভীর

কলকাতায় শুক্রবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে এসে বেশ কিছু কঠিন প্রশ্নের সামনে পড়েন গম্ভীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ০৭:৫৪
লক্ষ্য: কলকাতায় একটি অনুষ্ঠানে গম্ভীর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

লক্ষ্য: কলকাতায় একটি অনুষ্ঠানে গম্ভীর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ভারতীয় দলের কোচের পদে ইন্টারভিউ দিয়েছেন সোমবার। ২৬ মে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আইপিএল জেতার পরের দিনই তড়িঘড়ি ভারতীয় দলের কোচের পদে আবেদনপত্র জমা দেন। নতুন যাত্রার পথে এক ধাপ বাড়ালেও সরাসরি কিছু বললেন না গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হলে তাঁর পরিকল্পনা কী? বিরাট কোহলি, রোহিত শর্মাদের কী বার্তা দেবেন? তা নিয়ে কিছু ইঙ্গিত দিয়ে গেলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

কলকাতায় শুক্রবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে এসে বেশ কিছু কঠিন প্রশ্নের সামনে পড়েন গম্ভীর। উপস্থিত সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘‘আমি কি ভারতীয় দলের পরবর্তী কোচের সামনে বসে আছি?’’ প্রশ্ন শুনেই চোখ কপালে গম্ভীরের। তাঁর উত্তর, ‘‘এতটা আগে কিছু ভাবতে চাই না। এই মুহূর্তে আমার পক্ষে বলা শক্ত। এই মরসুমে কেকেআর এবং আইপিএলের যাত্রা সবে শেষ হয়েছে। এই মুহূর্তে মানসিকভাবে খুব ভাল জায়গায় রয়েছি। এটাই উপভোগ করা যাক আপাতত।’’

ভারতীয় দলের কোচ হলে তিনি কী কী পরিবর্তন আনতে চান, সে বিষয়ে এখনই স্পষ্ট উত্তর দিয়ে গেলেন গম্ভীর। বলেন, ‘‘কোনও ব্যক্তিকে বেশি গুরুত্ব দিতে চাই না। ঐক্যবদ্ধ দল গড়ে তোলায় বিশ্বাস করি। আমার কাছে দলের সাফল্য সবার আগে। জিততে গেলে ব্যক্তিগত সাফল্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দলের ঊর্ধ্বে কিছু হতে পারে না।’’ যোগ করেন, ‘‘এক বার ভাবুন তো, কোনও দলের দু’তিনজনকে যদি গুরুত্ব দিই, বাকিদের ওপর কী প্রভাব পড়বে। আমি এই দর্শনে বিশ্বাসী নই। ভারতীয় দলের কোচ হলেও ঐক্যবদ্ধ দল গড়ার উপরেই বেশি জোর দেব। দলের অধিনায়কের যেমন গুরুত্ব, একজন ম্যাসিওরও সমান গুরুত্ব পাবে।’’

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যে তাঁর থাকা হবে না, তারও ইঙ্গিত দিয়ে গেলেন গম্ভীর। বলেন, ‘‘কেকেআরকে আমি এ বার যে গুরুমন্ত্র দিয়েছি তাতে সাফল্য এসেছে। পরের বার সেই মন্ত্র অন্য কেউ দেবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gautam Gambhir Indian Cricket team Cricket

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy