অস্ট্রেলিয়া আবার দেখতে পেল ফিনিশার গ্লেন ম্যাক্সওয়েলকে। শনিবার কেয়ার্নসে অস্ট্রেলিয়াকে জেতালেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। শেষ ওভারে জিতল তারা।
দেশের হয়ে গত কয়েকটা ম্যাচে ভাল খেলতে পারেননি ম্যাক্সওয়েল। দরকারের সময় সেরা খেলাটাই বেরিয়ে এল তাঁর ব্যাট থেকে। ২ ওভার বল করেও উইকেট পাননি। সেই অভাব ব্যাটে পুষিয়ে দিয়েছেন তিনি।
১৭৩ রান তাড়া করতে নেমে মিচেল মার্শ এবং ট্রেভিস হেডের সৌজন্যে ঝড়ের বেগে শুরু করে অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রানে হেড ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। জশ ইংলিস (০), ক্যামেরন গ্রিন (৯), টিম ডেভিড (১৭) রান পাননি। ৩৭ বলে ৫৪ রান করে আগেই ফিরে গিয়েছিলেন মার্শ। ১২২ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের।
সেখান থেকে হাল ধরেন ম্যাক্সওয়েল। বেন ডোয়ারশুইসকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন। ডোয়ারশুইস মাত্র ১ রান করেন। বাকিটা পুরোটাই ম্যাক্সওয়েলের অবদান। ৮টা চার এবং ২টো ছক্কার সাহায্যে ৩৬ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। দুটো চার মেরে রান তুলে নেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন:
এ দিকে, দক্ষিণ আফ্রিকার ইনিংসে নজর কাড়েন ডেওয়াল্ড ব্রেভিস, যিনি পরিচিত ‘বেবি এবি’ নামে। দ্বিতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছিলেন। এ দিন অর্ধশতরান করেন। নজর কেড়ে নেয় তাঁর তিনটে ‘নো-লুক’ ছক্কা।
দশম ওভারে অ্যারন হার্ডিকে চারটে ছয় মারেন ব্রেভিস। তার মধ্যে একটা ১০০ মিটারের বেশি দূরে গিয়ে পড়ে। প্রথম তিনটে ছক্কা মারার সময় বলের দিকে তাকানইনি ব্রেভিস। সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। এটাই ক্রিকেটবিশ্বে পরিচিত ‘নো-লুক সিক্স’ নামে।