Advertisement
১৮ মে ২০২৪
Hardik Pandya

‘এটা আমার দল, আমার মতো চালাব’! অধিনায়ক হওয়ার আগেই কি নিজেকে নেতা ভাবছেন হার্দিক

নিউ জ়িল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। এই সিরিজ়ে ভারতের অধিনায়কত্ব করেছেন হার্দিক পাণ্ড্য। সিরিজ় জিতে এখন থেকেই কি নিজেকে দলের অধিনায়ক ভাবছেন হার্দিক!

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন হার্দিক পাণ্ড্য। ১-০ সিরিজ় জিতেছে ভারত।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন হার্দিক পাণ্ড্য। ১-০ সিরিজ় জিতেছে ভারত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৪:৪০
Share: Save:

এখনও পাকাপাকি ভাবে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হননি তিনি। রোহিত শর্মার বদলে কয়েকটি সিরিজ়ে দলকে নেতৃত্ব দিয়েছেন শুধু। কিন্তু এখন থেকেই কি নিজেকে অধিনায়ক মনে করছেন হার্দিক পাণ্ড্য! নইলে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে কেন তিনি জানাবেন, তাঁর দলকে তাঁর ইচ্ছা মতো চালাবেন তিনি।

নিউ জ়িল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ় জেতার পরে সাংবাদিকদের সামনে হার্দিক বলেছেন, ‘‘আমি খুব সহজ ভাবে পুরোটা ভাবি। আমি নিজের মতো দলকে চালাব। নিজের পরিকল্পনা দলের বাকিদের জানাব। যখনই আমাকে সুযোগ দেওয়া হবে তখনই আমার পছন্দের ক্রিকেট খেলার চেষ্টা করব। ভবিষ্যতে যদি অধিনায়ক হওয়ার সুযোগ পাই তা হলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে রোহিতকে ছোট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাওস্কর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের পছন্দ হার্দিক। বিশ্বকাপের পরেই নিউ জ়িল্যান্ডকে ১-০ ফলে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে হার্দিকের ভারত। প্রাক্তনদের প্রশংসা পেয়ে খুশি হার্দিক। বলেছেন, ‘‘যদি কেউ আপনার প্রশংসা করে তা হলে তো ভালই লাগে। কিন্তু যত ক্ষণ না সরকারি ভাবে তার কোনও ঘোষণা হচ্ছে না তত ক্ষণ কিছু বলা যাবে না।’’

তবে এর মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। সিরিজ়ের একটি ম্যাচেও কেন সঞ্জু স্যামসন ও উমরান মালিককে সুযোগ দেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠেছে। সমালোচনার জবাব দিয়েছেন হার্দিক। বলেছেন, ‘‘বাইরে থেকে কে কী বলল তাতে কিছু যায়-আসে না। এটা আমার দল। কে খেলবে সেটা কোচের সঙ্গে কথা বলে ঠিক করব। সবাই সুযোগ পাবে। তবে তার একটা সময় আছে। একসঙ্গে তো আর সবাইকে খেলাতে পারব না।’’

সঞ্জু, উমরানরা বিশেষ কারণে দলে সুযোগ পাননি বলে জানিয়েছেন হার্দিক। বলেছেন, ‘‘যদি ওরা দলের বাইরে থাকে তার নিশ্চয়ই কোনও কারণ আছে। আমি জানি ওদের কী মনে হচ্ছে। এই সময়টা খুব কঠিন। কিন্তু এই দলের পরিবেশে থাকা ওদের মানসিক ভাবে আরও পরিণত করবে। ঠিক সময়ে ওরা সুযোগ পাবে। তার জন্য ধৈর্য ধরতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hardik Pandya Indian Cricket team Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE