মা সীমা গম্ভীর হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় দিল্লিতে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় দলের কোচের মা। তবু দেশের স্বার্থে ইংল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। তার আগেই ইংল্যান্ড ফিরে যাবেন গম্ভীর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন আবার দলের সঙ্গে যোগ দিতে পারেন গম্ভীর। গত ১১ জুন হৃদ্রোগে আক্রান্ত হন সীমা। মায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন গম্ভীর ১২ জুন দেশে ফেরেন। মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করে আবার ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর।
আপাতত শুভমন গিলের দলের দায়িত্ব যৌথ ভাবে সামলাচ্ছেন সহকারী কোচ সিতাংশু কোটাক, রায়ান টেন দুশখাতে এবং বোলিং কোচ মর্নি মর্কেল। দেশ থেকেই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন গম্ভীর। ভারত এবং ভারত ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচের সব খবরও নিয়েছেন। এখান থেকেই প্রয়োজনীয় পরামর্শ, নির্দেশ দিয়েছেন সহকারীদের।
বিসিসিআই কর্তারা অবশ্য গম্ভীরকে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে কোনও নির্দেশ দেননি। তাঁরা বিকল্প ব্যবস্থা করেছিলেন। গম্ভীর নিজেই ১৭ জুন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।
অনূর্ধ্ব-১৯ দল নিয়ে এখন ইংল্যান্ডে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বোর্ড সিদ্ধান্ত নেয়, গম্ভীর যত দিন না ফিরতে পারছেন, তত দিন লক্ষ্মণই কোচিং করাবেন ভারতীয় দলকে। লক্ষ্মণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় কয়েক বার ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। তাই গম্ভীরের অনুপস্থিতিতে তাঁকে বেছে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ়। অপেক্ষাকৃত তরুণ দল পাঠানো হয়েছে। দলের বেশ কয়েক জন ক্রিকেটারের ইংল্যান্ডের মাটিতে খেলার তেমন অভিজ্ঞতা নেই। তার উপর অধিনায়ক হিসাবে এটাই শুভমনের প্রথম সিরিজ়। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ় দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল।