দু’দিন আগে মোহনবাগানের সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন সৃঞ্জয় বসু। তিনি দায়িত্ব নেওয়ার পর সোমবার নতুন কর্মসমিতির প্রথম বৈঠকে নতুন সভাপতি এবং সহ-সভাপতিদের নাম মনোনীত হয়েছে।
এ দিনের বৈঠকে সভাপতি হিসাবে প্রাক্তন সচিব দেবাশিস দত্তর নাম প্রস্তাব করেন সৃঞ্জয়। কর্মসমিতির বাকি সদস্যেরা তাঁর প্রস্তাব সমর্থন করেন। একই ভাবে মনোনীত হয়েছে সহ-সভাপতিদের নামও। মোহনবাগানের সহ-সভাপতি হচ্ছেন সৌমিক বসু, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল ঘোষ এবং দেবাশিস মিত্র। গত শনিবার সৃঞ্জয় জানিয়েছিলেন, সচিব হিসাবে তিনিই কর্মসমিতির প্রথম বৈঠক ডাকবেন। সেই মতো সোমবার তিনি বৈঠক ডাকেন। এ দিনের বৈঠক নিয়ে আগ্রহী কিছু সমর্থকও উপস্থিত হয়েছিলেন ক্লাব তাঁবুতে।
আরও পড়ুন:
মোহনবাগান নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেবাশিসকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৃঞ্জয়। তিনি বলেছিলেন, ‘‘আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব। এই দুই কমিটি আগেও একসঙ্গে কাজ করেছে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। মোহনবাগান ক্লাবের ভাল করাই আমাদের লক্ষ্য। সে জন্যই আমরা একত্রিত হয়েছি। আমাদের নতুন যে কমিটি হবে, তা মোহনবাগানের শ্রেষ্ঠ একাদশ হবে।’’