Advertisement
০৬ মে ২০২৪
India vs Pakistan

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক’বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান? কী বলছে সূচি?

আগামী ৯ জুন নিউ ইয়র্কে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। সাধারণত বিশ্বকাপে অনেকেই একাধিক বার ভারত-পাকিস্তান লড়াই দেখতে চান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কি সেই সম্ভাবনা রয়েছে?

cricket

বাবর আজম (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৭:২৬
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। আগামী ৯ জুন নিউ ইয়র্কে হওয়ার কথা সেই ম্যাচ। সাধারণত বিশ্বকাপে অনেকেই একাধিক বার ভারত-পাকিস্তান লড়াই দেখতে চান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কি একাধিক বার সেই লড়াই দেখার সম্ভাবনা রয়েছে?

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের এক বারের বেশি মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, গ্রুপে থাকা প্রতিটি দলই একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলবে। এর পর হবে সুপার এইটের খেলা। আইসিসি-র সূচি অনুযায়ী, সুপার এইটের আটটি দলকে দু’টি গ্রুপে (গ্রুপ ১ এবং গ্রুপ ২) ভাগ করা হবে।

প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সুপার এইটে উঠবে। সেই হিসেবে ভারত এবং পাকিস্তান দু’দলই যদি সুপার এইটের যোগ্যতা অর্জন করে, তা হলেও সেই পর্বে দুই দেশের খেলা দেখা যাবে না। কারণ, সুপার এইটে দু’টি দলকে রাখা হবে দু’টি ভিন্ন গ্রুপে। ধরা যাক ভারত গ্রুপ এ-তে প্রথম দল এবং পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠল। সে ক্ষেত্রে সুপার এইটে দু’টি দল দু’টি আলাদা গ্রুপে থাকবে। উল্টোটা হলেও একই।

গ্রুপ ১-এ যে দলগুলি উঠবে, তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। গ্রুপ ২-এও তাই। ফলে ভারত এবং পাকিস্তান সুপার এইটে আলাদা গ্রুপে থাকায় সেই পর্বে তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই।

তবে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দুই দেশ। ভারত যদি গ্রুপ ১-এর বিজয়ী এবং পাকিস্তান গ্রুপ ২-এর রানার্স হয়, তা হলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। এ ছাড়া, ভারত যদি গ্রুপ ১-এর রানার্স এবং পাকিস্তান গ্রুপ ২-এর বিজয়ী হয়, তা হলে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দুই দল।

এর কোনওটিই যদি সম্ভব না হয়, তা হলে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যেমনটা হয়েছিল ২০০৭ সালে। তবে তার আগে দু’দলকেই অনেক লড়াইয়ে জিততে হবে। ফলে যা-ই হোক না কেন, বিশ্বকাপে দু’বারের বেশি কোনও ভাবেই ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Pakistan T20 World Cup 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE