সুযোগ না পেতে পেতে এক সময় ক্রিকেট খেলাটাই ছেড়ে দিয়েছিলেন। দুবাইয়ে সেলসম্যানের চাকরি নিয়েছিলেন। তবে জীবন বদলে দিয়েছে একটি সিনেমা। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দেখে উদ্বুদ্ধ হয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। এখন পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষা করছেন।
তিনি উসমান তারিক। সব ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পাকিস্তানের জার্সিতে তাঁর অভিষেক হওয়ার কথা। তার আগে একটি সাক্ষাৎকারে তারিক জীবনের অজানা কথা তুলে ধরেছেন।
‘টেলিকম এশিয়া স্পোর্ট’কে একটি সাক্ষাৎকারে তারিক বলেছেন, “দলে সুযোগ না পাওয়ায় খেলা ছেড়ে দিয়েছিলাম। দুবাইয়ে একটা সংস্থার হয়ে সেলসম্যানের চাকরি করলাম। তার পর ধোনির জীবনীচিত্র দেখি। এতটাই অনুপ্রাণিত হই যে চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে আবার ক্রিকেট খেলা শুরু করি।”
উসমান তারিক। — ফাইল চিত্র।
সেই অধ্যবসায় কাজে দিয়েছে। ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তারিক। তাঁর বোলিং অ্যাকশন অনেকের নজর কেড়েছে। দৌড়তে দৌড়তে ক্রিজ়ের কাছে এসে আচমকাই থমকে যান তিনি। তার পরেই সাইড-আর্ম অ্যাকশনে বল করেন। অনেকেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তুলনা করেন তারিকের।
আরও পড়ুন:
জীবনে জড়িয়ে রয়েছে বিতর্কও। ২০২৪ পাকিস্তান সুপার লিগে তারিকের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তোলা হয়েছে। লাহোরে পরীক্ষা দিয়ে পাস করেছেন। তারিক জানিয়েছেন, শারীরিক কারণেই এমন বোলিং অ্যাকশন তাঁর। বলেছেন, “জন্মের সময় থেকেই আমার কনুইয়ের দু’টি কোণ রয়েছে, যা সহজে দেখা যায় না। তাই জন্যই ও ভাবে বল করি।”
সেলসম্যান থেকে ক্রিকেটার হয়ে ওঠা, তারিক প্রমাণ করেছেন সিনেমা সত্যি করেই জীবন বদলে দিতে পারে।