আইপিএল, এক দিনের ক্রিকেট পেরিয়ে এ বার লাল বলের ক্রিকেটেও শতরান করে ফেলল বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ডেরায় ছোটদের টেস্টে শতরান করল ১৪ বছরের বৈভব।
বুধবার ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ টেস্টের দ্বিতীয় দিন বৈভব ৭৮ বলে শতরান করে। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এবং অনূর্ধ্ব-১৯ এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিল বৈভব।
অনেকেই বলেছেন, টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত নয় বৈভব সূর্যবংশী। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ছোটদের টেস্টে শতরান করে ফেলল ১৪ বছরের ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে বড়দের দলে জায়গা করে নেবে, এ কথা বলার সময় হয়তো এখনও আসেনি। কিন্তু সেদিকেই যে নিজেকে নিয়ে যাচ্ছে ১৪ বছরের বৈভব, তা এখনই বলে দেওয়া যায়।
আরও পড়ুন:
ইয়ান হিলি ওভাল মাঠে বৈভব ভারতের হয়ে ওপেন করতে নামে। ৭৮ বলে শতরান করার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি বৈভব। ৮৬ বলে ১১৩ রান করে আউট হয়ে যায়। তার ইনিংসে ৯টি চার, ৮টি ছক্কা রয়েছে।
ভারত ৬৯ রানে ২ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি তৈরি হয়। বৈভবের পাশাপাশি সফল বেদান্ত ত্রিবেদী। তিনি ১০৩ বলে ৮২ রান করে উইকেটে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৪৩ রান তুলেছে। জবাবে ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৫৯ রান তুলেছে। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে।