গত রবিবার প্রথম বারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। তার পাঁচ দিনের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল আইসিসি। পরের বিশ্বকাপে বাড়ানো হচ্ছে দেশের সংখ্যা। ২০২৯ থেকে দশ দলের বিশ্বকাপ আয়োজন করা হবে। পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসি-র তরফে।
১৯৭৩ সালে, অর্থাৎ ছেলেদের বিশ্বকাপেরও দু’বছর আগে শুরু হয়েছিল মেয়েদের বিশ্বকাপ। সে বার সাতটি দেশ অংশ নিয়েছিল। তার পরের বার দলের সংখ্যা কমে হয় চার। ১৯৯৭ বিশ্বকাপ হয়েছিল ১১ দলের, যেখানে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডসের মতো মেয়েদের ক্রিকেটে তথাকথিত অখ্যাত দেশেরা খেলেছিল। ২০০০ থেকে আট দেশের বিশ্বকাপ আয়োজিত হয়ে আসছে। চার বছর পর থেকে বাড়ছে সংখ্যা।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে হওয়া বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন প্রায় তিন লক্ষ দর্শক। মহিলাদের ক্রিকেটে যা সর্বোচ্চ। টিভি বা মোবাইলে খেলা দেখা দর্শকের সংখ্যাও বেড়েছে। প্রায় ৫০ কোটি মানুষ খেলা দেখেছেন। তাই দল বাড়িয়ে আরও উত্তেজক প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করা হবে।
আইসিসি ঠিক করেছে, সদস্য দেশগুলিকে আরও বেশি লভ্যাংশ দেবে। ১০ শতাংশ লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশগুলি ঘরোয়া ক্রিকেটের উন্নতি এবং পরিকাঠামো তৈরিতে নজর দিতে পারবে।
আরও পড়ুন:
২০২৮ থেকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। এশিয়ান গেমসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই ২০২৭-এর আফ্রিকান গেমস এবং প্যান অ্যাম গেমসেও ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইসিসি-র মহিলা ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছেন মিতালি রাজ। ভারত থেকে অপর সদস্য এখনকার জাতীয় দলের কোচ অমল মুজুমদার।