ফর্মে ফেরার পরেই শাস্তি পেলেন বাবর আজ়ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই কারণেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে শাস্তি দিয়েছে আইসিসি।
বাবরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লেভেল ওয়ান অপরাধ প্রমাণ হয়েছে। তাই তাঁকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। আউট হয়ে হতাশ বাবর ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। গত ২৪ মাসে তিনি এমন বিতর্কিত আচরণ আর করেননি। তাই লঘু শাস্তি হয়েছে তাঁর। জরিমানার পাশাপাশি বাবরকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগামী ২৪ মাস তাঁর আচরণ পর্যবেক্ষণ করা হবে। এই সময়ের মধ্যে আবার এমন কিছু করলে কড়া শাস্তি পেতে হতে পারে তাঁকে।
তৃতীয় ম্যাচে ৫২ বল খেলে ৩৪ রান করেন বাবর। তার আগে দ্বিতীয় এক দিনের ম্যাচে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এক দিনের ক্রিকেটে ২০তম শতরান করার পরের ইনিংসেই বাবরকে সেরা মেজাজে পাওয়া যায়নি। সঙ্গে শাস্তিও পেতে হল তাঁকে।