বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার উপরে উঠে এসেছিল ভারত। ছবি: পিটিআই
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দিকে এক ধাপ এগিয়ে গেল ভারত। দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলিরা। বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার উপরে উঠে এসেছিল ভারত। কিছু সময় পরেই দক্ষিণ আফ্রিকা হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাতে পয়েন্ট শতাংশ কমে যায় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় স্থানে পৌঁছে যায় ভারত। শীর্ষ স্থান ধরে রাখল অস্ট্রেলিয়াই।
রবিবার সকালে ১৮৮ রানে জেতে ভারত। চট্টগ্রামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পঞ্চম দিনের সকালে খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৫০ মিনিটের মধ্যে শাকিব আল হাসানদের সাজঘরে পাঠিয়ে দেন অক্ষর পটেলরা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৫.৭৭ শতাংশ পয়েন্ট। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারত ১৩টি ম্যাচ খেলে পেয়েছে সাতটি জয়, চারটি হার এবং দু’টি ড্র। ৮৭ পয়েন্ট পেয়েছে ভারত। ৫ পয়েন্ট কাটা গিয়েছিল পেনাল্টি হিসাবে।
শীর্ষ স্থানে থাকা অস্ট্রেলিয়ার রয়েছে ৭৬.৯২ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট। চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। এই চার দলের মধ্যে শ্রীলঙ্কার পক্ষে ফাইনালে ওঠা কঠিন। মাত্র দু’টি টেস্ট বাকি রয়েছে তাদের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ভারতের হাতে এখনও পাঁচটি টেস্ট রয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট বাকি। সেই সঙ্গে চারটি টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের মাঠে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্ট হারিয়ে দিয়েছে। আরও দু’টি টেস্ট বাকি রয়েছে তাদের। এর পর ভারতে খেলতে আসবে তারা। দক্ষিণ আফ্রিকার সুযোগ থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে দু’টি।
পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ় চলছে। প্রথম দু’টি টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে বেন স্টোকসের দল। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের। পাকিস্তান নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। ৪২.৪২ শতাংশ পয়েন্ট রয়েছে পাকিস্তানের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সকলের শেষে বাংলাদেশ। ১২.১২ শতাংশ পয়েন্ট তাদের।
এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে। ২০২৩ সালের জুন মাসে হবে সেই ফাইনাল। ২০২১ সালে সাদাম্পটনের মাঠে ফাইনাল ম্যাচ হয়েছিল। ভারতকে হারিয়ে সেই ম্যাচ জিতে নেয় নিউ জ়িল্যান্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy