Advertisement
E-Paper

ইডেন গার্ডেন্সে বিরল রেকর্ড! টেস্টে ৬৬ বছর পর ঘটল এমন ঘটনা, ভারতের টেস্ট ইতিহাসে প্রথম

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে তৈরি হয়েছে একটি বিরল নজির। ভারতের মাটিতে এমন ঘটনা এর আগে ঘটেনি। ভারতের খেলা কোনও টেস্ট ম্যাচেও এমন নজির তৈরি হল প্রথম বার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৪
picture of cricket

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে তৈরি হয়েছে এক বিরল নজির। ভারতের খেলা কোনও টেস্টে এমন ঘটনা ঘটল প্রথম বার। বিশ্বক্রিকেটে ৬৬ বছর পর।

ইডেন টেস্টের চারটি ইনিংসের মধ্যে সর্বোচ্চ রান ওঠে ভারতের প্রথম ইনিংসে। শুভমন গিলেরা করেন ১৮৯ রান। দক্ষিণ আফ্রিকা দু’ইনিংসে করে যথাক্রমে ১৫৯ এবং ১৫৩ রান। ইডেনের ২২ গজে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৯৩ রানে। অর্থাৎ ইডেন টেস্টের কোনও ইনিংসেই ২০০ রান হয়নি। ভারতের মাটিতে আয়োজিত টেস্ট ম্যাচে প্রথম বার এমন ঘটনা ঘটল। ভারতের খেলা টেস্টগুলিতেও কখনও এমন ঘটনা ঘটেনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চার ইনিংসের কোনওটিতেই ২০০ রান হয়নি, এমন ঘটনা ঘটল ১২ বার। শেষ বার এমন নজির তৈরি হয়েছিল ১৯৫৯ সালে ঢাকায়। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের কোনও ইনিংসেই কোনও দল ২০০ রান করতে পারেনি। ওই টেস্টের ৬৬ বছর পর ইডেনে এমন ঘটনা ঘটল।

টেস্টে প্রথম বার এমন নজির তৈরি হয়েছিল ১৮৮২ সালে ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে। দ্বিতীয় বার এমন ঘটনা ঘটে ১৮৮৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে। তৃতীয় ঘটনাও ১৮৮৭ সালে এবং সিডনিতেই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের চার ইনিংসের একটিতেও ২০০ রান ওঠেনি। চতুর্থ ঘটনা ১৮৮৮ সালে। সেটাও সিডনিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে। পঞ্চম বার এমন হয়েছিল ১৮৮৮ সালেই লর্ডসে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে। ষষ্ঠ নজির ১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে। সপ্তম নজির ১৯০৭ সালে লিডসে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টে। অষ্টম বার এমন হয়েছিল ১৯৫০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে। নবম নজির ১৯৫৪ সালে ওভালে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে। দশম নজির তৈরি হয় ১৯৫৪ সালে গকেরবারতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে।

ভারতের খেলা টেস্টে এমন নজির প্রথম বার তৈরি হলেও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে তৃতীয় বার। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তাদের খেলা ১০টি টেস্টের চার ইনিংসে ২০০ রান হয়নি। ১২টি নজিরের প্রথম ১০টির ক্ষেত্রেই একটি দল ছিল ইংল্যান্ড।

India vs South Africa 2025 test cricket record Indian Cricket team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy