চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ৭৬ রানের ইনিংস ভারতের জয় সহজ করে দেয়। তিনিই পান ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার। সেই ইনিংসের আরও একটি সুফল পেলেন ভারতীয় দলের অধিনায়ক।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক দিনের ক্রিকেটে ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে তৃতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। দু’ধাপ উঠে এসেছেন তিনি। রোহিতের রেটিং পয়েন্ট ৭৫৬। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন শুভমন গিল। ভারতের তরুণ ওপেনারের সংগ্রহ ৭৮৪ রেটিং পয়েন্ট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন কিছু করতে না পারলেও জায়গা ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭০। প্রথম পাঁচে রয়েছেন বিরাট কোহলিও। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করা কোহলি অবশ্য এক ধাপ নেমে গিয়েছেন ক্রমতালিকায়। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন পঞ্চম স্থানে। ৭৪৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকা হেইনরিখ ক্লাসেন।
এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও ভারতীয়। অষ্টম স্থানে রয়েছেন শ্রেয়স আয়ার। তাঁর রেটিং পয়েন্ট ৭০৪। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক ভাবে ভারতকে ব্যাট হাতে ভরসা দিলেও এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। তাঁর সংগ্রহ ৬৩৮ রেটিং পয়েন্ট।
ক্রমতালিকায় সবচেয়ে উন্নতি করেছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। এক লাফে ১৪ ধাপ এগিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার। ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ১৪তম স্থানে।