Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rohit Sharma

India vs West Indies: পিঠের পেশিতে টান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের দু’টি ম্যাচে কি খেলতে পারবেন রোহিত

দলের জয় স্বস্তি দিলেও পিঠের ব্যথা অস্বস্তিতে রেখেছে রোহিতকে। ফিজিয়োর পরামর্শে মঙ্গলবার ৫ বল খেলেই মাঠ ছাড়েন। শেষ দু’ম্যাচে অনিশ্চিত তিনি।

শেষ দু’ম্যাচে অনিশ্চিত রোহিত।

শেষ দু’ম্যাচে অনিশ্চিত রোহিত। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৪৭
Share: Save:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচে অনিশ্চিত রোহিত শর্মা। মঙ্গলবার তৃতীয় ম্যাচে ব্যাট করার সময় তাঁর পিঠের পেশিতে টান ধরে। ৫ বলে ১১ রান করার পর আর খেলতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের জোরে বোলার আলজারি জোসেফের একটি বল মারতে গিয়ে পেশিতে টান ধরে রোহিতের। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈন। কিছু্ক্ষণ কথা বলার পর তাঁর সঙ্গেই পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রোহিত। যদিও ম্যাচ শেষ হওয়ার পর রোহিত জানিয়েছেন, ‘‘এখন কিছুটা ভাল বোধ করছি। পরের ম্যাচের আগে হাতে কয়েক দিন সময় রয়েছে। আশা করছি তার আগে ঠিক হয়ে যাব।’’ ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘রোহিত শর্মার পিঠের পেশিতে টান লেগেছে। তাঁর চোটের পরিস্থিতির উপর নজর রাখছেন দলের মেডিক্যাল স্টাফরা।’

পিঠের ব্যথা নিয়ে অস্বস্তিতে থাকলেও দলের জয় স্বস্তি দিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। তাঁর চোট নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রাহুল দ্রাবিড়রা। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠাসা সূচি রয়েছে ভারতীয় দলের। পরের ম্যাচের আগে তিন দিন সময় থাকায় তাঁরা অপেক্ষা করতে চাইছেন। রোহিত সম্পূর্ণ ফিট হলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামবেন।

ভারতীয় দলে চোট-আঘাত সমস্যা ক্রমশ বাড়ছে। পাঁজরে চোটের জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি অলরাউন্ডার হর্ষল পটেল। সদ্য হাঁটুর চোট সারিয়ে ওঠা রবীন্দ্র জাডেজাকেও মঙ্গলবারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। একের পর এক ক্রিকেটারের চোট চিন্তা বাড়াচ্ছে দ্রাবিড়দের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE