চোট সারার পর অসুস্থ শুভমন গিল। পেটের সমস্যার কারণে পঞ্জাবের হয়ে শনিবার বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারলেন না। পঞ্জাব শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে শুভমনের সমস্যা গুরুতর নয়। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।
নতুন বছরেও দুঃসময় কাটল না শুভমনের। ঘাড়ের চোট মুক্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন তিনি। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত তিনি। ফলে সিকিমের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারলেন না ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। শনিবার সকালে ম্যাচ শুরুর আগে পঞ্জাবের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয় শুভমনকে। আশা করা হচ্ছে, আগামী ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না তাঁর। পঞ্জাব দলের মেডিক্যাল টিম জানিয়েছে, তাঁর সমস্যা গুরুতর নয়।
অফ ফর্মের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমনের। ২০২৫ সালে ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৯১ রান করেছেন তিনি। গড় ২৪.২৫। একটি মাত্র অর্ধশতরানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপের দলে জায়গা না হলেও আগামী ১১ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন শুভমন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় সে দিন থেকেই শুরু হবে। ভারতীয় দলকে সম্ভবত তিনিই নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন:
কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। চোটের কারণে টেস্ট সিরিজ়ের বাকি অংশ এবং এক দিনের সিরিজ় খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্যাট হাতে।