বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। খেলা ভেস্তে গেলেও বিশ্বরেকর্ড করা আটকায়নি সূর্যকুমার যাদবের। ২৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসেই নজির গড়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টপকে গিয়েছেন নিউ জ়িল্যান্ডের মার্টিন গাপ্টিলকে।
বুধবার ক্যানবেরায় বৃষ্টির জন্য প্রথমে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ১৮ করা হয়। ভারতীয় ইনিংসের ৯.৪ ওভারের পর আবার বৃষ্টি নামে। পরে আর খেলা শুরু করা যায়নি। খেলা থামার সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৯৭। সে সময় সূর্যের সঙ্গে ২২ গজে অপরাজিত ছিলেন শুভমন গিল (২০ বলে ৩৭)। ম্যাচ ভেস্তে গেলেও বিশ্বরেকর্ড করে নিয়েছেন সূর্য। এ দিন ২৪ বলের ইনিংসে ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৫০তম। ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেছেন সূর্য।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম টি-টোয়েন্টি ইনিংসে ১৫০টি ছক্কা মারলেন তিনি। ৯১তম ম্যাচ এবং ৮৬তম ইনিংসে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। গাপ্টিল ১৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন ১০৫তম ইনিংসে। সব মিলিয়ে বিশ্বরেকর্ডের মালিক সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটার মুহম্মদ ওয়াসিম। তিনি ৬৬তম ইনিংসে ১৫০টি ছক্কা মেরেছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার কৃতিত্ব রোহিত শর্মার। তিনি ১৫৯টি ম্যাচে ২০৫টি ছয় মেরেছেন। তিনি এক মাত্র ক্রিকেটার, যিনি ২০০ বা তার বেশি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়াসিম। ৯১টি ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ১৮৭। তৃতীয় স্থানে থাকা গাপ্টিলের ১২২ ম্যাচে ১৭৩টি ছয় রয়েছে। তালিকায় চতুর্থ স্থানে জস বাটলার। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৪৪টি ম্যাচে ১৭২টি ছয় মেরেছেন। ১৫০টি ছয় মেরে সূর্য এখন পঞ্চম স্থানে।