Advertisement
০৫ মে ২০২৪
India Vs West Indies

ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারে বিচলিত নন দ্রাবিড়, দল নির্বাচন নিয়েও আক্ষেপ নেই কোচের

শনিবার রোহিত এবং কোহলিকে খেলায়নি ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জিততেও পারেনি। কোচ দ্রাবিড় এই সিরিজ়ের ফলাফল নিয়েও বিশেষ ভাবছেন না।

picture of Rahul Dravid

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১০:২৪
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেই হার। হার্দিক পাণ্ড্যদের ব্যাটিং, বোলিং কিছুই প্রত্যাশিত মানের হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলিকে শনিবার বিশ্রাম দিয়েই কি ভুল করল ভারতীয় দল? ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তা মনে করছেন না। এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি প্রথম একাদশ নিয়ে পরীক্ষা সেরে নিতে চাইছেন।

বিশ্বকাপের আগে প্রথম একাদশে নিয়মিত নন, এমন ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন দ্রাবিড়। তাতে নিয়মিত ক্রিকেটারেরা যেমন কিছুটা বিশ্রাম পাবেন, তেমন সঠিক বিকল্পদেরও বেছে নেওয়া যাবে। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের ফলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না। প্রথম একাদশের মতো ব্যাটিং অর্ডার নিয়েও প্রয়োজনীয় পরীক্ষা সেরে নিতে চাইছেন দ্রাবিড়। সে কারণেই প্রথম এক দিনের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত। বিরাট ব্যাটই করেননি।

শনিবার ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, ‘‘অন্যদেরও খেলার সুযোগ দিতে চাইছি আমরা। ওদেরও ভাল খেলার চেষ্টা করতে হবে। সব থেকে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাই। সকলকে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া দরকার। তা হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।’’

প্রথম একাদশে অনিয়মিতদেরও বিশ্বকাপের আগে খেলার মধ্যে রাখতে চাইছেন দ্রাবিড়। কারণ বিশ্বকাপ তো বটেই, তার আগে এশিয়া কাপেও পরীক্ষার সুযোগ পাবেন না। দ্রাবিড় বলেছেন, ‘‘এশিয়া কাপের আগে আমাদের হাতে দু’তিনটে ম্যাচ রয়েছে। আমাদের কয়েক জন ক্রিকেটার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। চোট সারিয়ে এখনও মাঠে ফিরতে পারেনি ওরা। না খেললে বোঝা যায় না, এক জন ঠিক কেমন অবস্থায় রয়েছে। একটা অনিশ্চয়তা থাকেই। তাই বিকল্পদের তৈরি রাখতে হবে। আমরা কয়েক জনকে খেলার মধ্যে রাখতে চাইছি। যাতে প্রয়োজন হলে ওরাও দলকে সাহায্য করতে পারে।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জেতার থেকেও দ্রাবিড়ের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি। সঠিক ভারসাম্য যুক্ত দল বেছে নেওয়া। কোন ক্রিকেটার কোন ভূমিকায় সব থেকে বেশি কার্যকর, সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা। যাতে কঠিন সময় দলকে সমস্যায় পড়তে না হয়। প্রথম একাদশের নিয়মিত কাউকে না পাওয়া গেলে যাতে উদ্বেগ তৈরি না হয়। শনিবারের হার নিয়ে তাই বিচলিত নন ভারতীয় দলের কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE