Advertisement
১৭ মে ২০২৪
Virat Kohli

Virat Kohli: ১৮ বছর বয়সি কোহলীকে প্রশিক্ষণ দিতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল প্রাক্তন ক্রিকেটারের

সেই সময় থেকেই কোহলী যথেষ্ট পরিণত ছিলেন বলে জানিয়েছেন বোরদে। তিনি বলেন, ‘‘কোহলী নিজের মতামত দিত। যখন কোনও পরামর্শ ওর ঠিক মনে হত তখনই সেই পরামর্শ মানত কোহলী। মাঠের বাইরে থেকে কখনও অন্যদের খেলতে না দেখে মাঠে নেমে নিজে করে দেখাত। কোহলী সব সময় খেলার মধ্যে থাকার চেষ্টা করত।’’

সেই সময় থেকেই কোহলী যথেষ্ট পরিণত ছিলেন বলে জানিয়েছেন বোরদে।

সেই সময় থেকেই কোহলী যথেষ্ট পরিণত ছিলেন বলে জানিয়েছেন বোরদে। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৯:৪৬
Share: Save:

টেস্ট ক্রিকেটে ১০০ ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলী। অভিষেকের পরে এই ক’বছরে অনেক রেকর্ড করেছেন তিনি। কিন্তু তিনি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার তখন তাঁকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটার চাঁদু বোরদেকে পাঠিয়েছিল বিসিসিআই। সেই অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

বোরদে বলেন, ‘‘যখন কোহলীর ১৭-১৮ বছর বয়স তখন মোহালিতে উত্তরাঞ্চলের প্রশিক্ষণ শিবির বসেছিল। তখন কোহলীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য বিসিসিআই আমাকে পাঠায়। নেটে আক্রমণাত্মক ব্যাটিং করত কোহলী। ওকে কোনও পরামর্শ দিলে সেটা নেটে অনুশীলনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করত।’’

তবে সেই সময় থেকেই কোহলী যথেষ্ট পরিণত ছিলেন বলে জানিয়েছেন বোরদে। তিনি বলেন, ‘‘কোহলী নিজের মতামত দিত। যখন কোনও পরামর্শ ওর ঠিক মনে হত তখনই সেই পরামর্শ মানত কোহলী। মাঠের বাইরে থেকে কখনও অন্যদের খেলতে না দেখে মাঠে নেমে নিজে করে দেখাত। কোহলী সব সময় খেলার মধ্যে থাকার চেষ্টা করত।’’

অত দিন আগে তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়ার এত বছর পরেও তাঁকে কোহলী একই রকমের শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন বোরদে। তিনি বলেন, ‘‘কলকাতায় দিন-রাতের টেস্টের সময় কোহলীর সঙ্গে আমার দেখা হয়েছিল। এত বছর পরেও একই রকম সম্মান করল। পুরনো ক্রিকেটারদের বরাবর সম্মান করে কোহলী। ওর এই গুণ ওকে অন্যদের থেকে আলাদা করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli india cricket BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE