টস হেরেই চলেছেন ভারতের অধিনায়কেরা। ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে টানা ১৪টি ম্যাচে টস হারলেন ভারতীয় অধিনায়কেরা। এ ক্ষেত্রে লর্ডস টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। ম্যাঞ্চেস্টারে টস হেরে শুভমন গিল সেই রেকর্ডকে আরও পোক্ত করলেন!
ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই টস হারলেন শুভমন। টস ভাগ্য তাঁকে সঙ্গ দিচ্ছে না। শুধু তাঁকে নয়, ভারতের কোনও অধিনায়কের সঙ্গেই নেই টস ভাগ্য। গত জানুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শেষ বার টস জিতেছিল ভারত। তার পর থেকে টানা ১৪ ম্যাচে হার! এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ। গত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও টস জিততে পারেননি রোহিত শর্মা।
টানা টস হারার বিশ্বরেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের। ১৯৯৯ সালে টানা ১২টি ম্যাচে টস হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস হেরে ভারত সেই বিশ্বরেকর্ড স্পর্শ করেছিল। লর্ডসে আবার শুভমন টস হারায় নতুন রেকর্ড গড়েছিল ভারত। ম্যাঞ্চেস্টার টেস্টেও টস হেরে নিজেদের বিশ্বরেকর্ডকেই আরও পোক্ত করল ভারতীয় দল। অধিনায়ক পরিবর্তন হলেও ভারতীয় দলের টস ভাগ্যের কোনও বদল হচ্ছে না।
আরও পড়ুন:
টস জেতা বা হারার মধ্যে অবশ্য অধিনায়কদের সাফল্য বা ব্যর্থতার কোনও বিষয় নেই। ক্রিকেটে টস গুরুত্বপূর্ণ হলেও এর ফলাফল নিয়ন্ত্রণ করতে পারেন না কেউই। তাই অপ্রত্যাশিত এই বিশ্বরেকর্ড ভারতের লজ্জার নয়।