ভারতের সর্বকালের সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন রবি শাস্ত্রী। তাঁর তালিকায় জায়গা পাননি সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো ক্রিকেটার। রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনকেও বিবেচনা করেননি ভারতীয় দলের প্রাক্তন কোচ।
ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে একটি পডকাস্টে যোগ দিয়েছিলেন শাস্ত্রী। ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট পডকাস্ট’এ শাস্ত্রীকে ভারতের সর্বকালের সেরা পাঁচ জন ক্রিকেটার বেছে নিতে বলা হয়। শাস্ত্রী বলেছেন, ‘‘আমার তালিকায় সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি অবশ্যই থাকবে। এই চার জনকে নিয়ে কোনও সংশয় নেই। আমি এমন ক্রিকেটারদের কথা ভাবছি, যারা নিজেদের সময়ের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। বিষাণ সিংহ বেদী তালিকায় থাকতে পারতেন। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিকে কী করে বাদ দিই! জসপ্রীত বুমরাহও আছে। বুমরাহ অবশ্য এখনও খেলছে। ওর ক্রিকেটজীবনে আরও অনেক কিছু ঘটতে পারে। প্রাক্তনদের নিয়েই তালিকাটা করা যাক। বুমরাহকে রাখছি না। পঞ্চম জন হিসাবে ধোনিই থাক। আমার তালিকাটা হল গাওস্কর, কপিল, সচিন, ধোনি এবং কোহলি।’’
পাঁচ জনের নাম বলার পর কুক জানতে চান, কে এক নম্বরে? শাস্ত্রী বলেছেন, ‘‘গাওস্করকে রাখব ব্যাটিংয়ের জন্য। কপিলও থাকতে পারে। কী অসাধারণ ক্রিকেটার। ক্রিকেটের সম্পূর্ণ প্যাকেজ। আবার সচিনও এক নম্বর হতে পারে। বছরের পর বছর ধরে ওকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার জন্য। ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে সচিন! এটাও গুরুত্বপূর্ণ।’’
সচিনকে নিয়ে নিজের উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারেননি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘২৪ বছর, দীর্ঘ সময় ধরে খেলেছে সচিন। ১০০টা শতরান করেছে। আড়াই দশকের সব জোরে বোলারের বিরুদ্ধে খেলছে। যেমন পাকিস্তানের ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, শন পোলক। অস্ট্রেলিয়ার বোলারদেরও সাফল্যের সঙ্গে খেলেছে। প্রত্যেকের বিরুদ্ধে সচিন ব্যাট হাতে সফল।’’
আরও পড়ুন:
শাস্ত্রী এক নম্বর হিসাবে সরাসরি কারও নাম বলেননি। বোঝাতে চেয়েছেন গাওস্কর, কপিল বা সচিনের যে কেউ এক নম্বর হতে পারেন। এই তিন জনের মধ্যে এক জনকে বেছে নেওয়া কঠিন।