ইংল্যান্ড সিরিজ়ের শেষ টেস্টেও ভারতীয় দলে এল বদল। ম্যাঞ্চেস্টার টেস্টে যে দল নামানো হয়েছিল, সেই দলে চারটি পরিবর্তন করল তারা। তার মধ্যে ঋষভ পন্থের জায়গায় যে ধ্রুব জুরেল খেলবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। শেষ টেস্ট মরণবাঁচন ম্যাচ হলেও জসপ্রীত বুমরাহকে খেলানোর সাহস দেখাতে পারল না ভারত।
আকাশদীপ, করুণ নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ধ্রুব জুরেল এলেন দলে। বাদ গেলেন বুমরাহ, পন্থ, অংশুল কম্বোজ এবং শার্দূল ঠাকুর। অধিনায়ক শুভমন গিল টসে হারার পর জানালেন, শার্দূলের জায়গায় এসেছেন করুণ নায়ার। অর্থাৎ অতিরিক্ত এক ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নিল ভারত। গোটা সিরিজ়ে যে ক’টি টেস্টে শার্দূল খেলেছেন, কোনওটিতেই ব্যাট বা বলে সাফল্য পাননি। তা ছাড়া, শুভমন যে শার্দূলের উপর ভরসা করতে পেরেছেন তেমনটাও নয়। তাঁকে সে ভাবে বল করতে দেওয়াও হয়নি। তাই শার্দূলকে বসানোর জল্পনাও ছিল।
প্রত্যাশামতোই ফেরানো হয়েছে আকাশদীপকে। চতুর্থ টেস্টে চোট না পেলে সেখানেও খেলতেন। বুমরাহকে বসানো হলে আকাশদীপ যে দলে ঢুকবেন, এটা এক রকম প্রত্যাশিতই ছিল।
কম্বোজের জায়গায় নেওয়া হয়েছে প্রসিদ্ধকে। প্রথম দু’টি টেস্টে খেলেছিলেন প্রসিদ্ধ। প্রচুর রান দিয়েছিলেন। তাঁর বল খেলতে ইংরেজদের একেবারেই সমস্যা হয়নি। অথচ অর্শদীপ সিংহকে বসিয়ে রেখে আরও এক বার সেই বোলারকেই খেলাচ্ছে ভারত। অর্শদীপের চোট রয়েছে কি না তা-ও বোঝা যাচ্ছে না। অনেকের ধারণা, অর্শদীপের আঙুলের চোট সারেনি। তাই প্রসিদ্ধকে বাধ্য হয়ে হয়ে খেলানো হচ্ছে। তবে দলের তরফে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
আরও পড়ুন:
-
লন্ডনে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি, ম্যাচের সাত ঘণ্টায় কী রকম থাকবে আবহাওয়া, ওভালে প্রথম দিনের খেলা হবে কি?
-
ওভাল টেস্টের আগে বল-বিতর্ক! ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ, ম্যাচ রেফারির কাছে নালিশ ঠুকল ভারত
-
ওভালেই প্রথম নয়, আগেও পিচ নির্মাতার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর, ১১ বছর আগের ঘটনা প্রকাশ্যে
এই নিয়ে সিরিজ়ের পাঁচটি টেস্টেই টস হারলেন শুভমন। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫টি ম্যাচে টস হারল ভারত। যদিও শুভমন বললেন, “যত ক্ষণ দল জিতছে, তত ক্ষণ টস হারলাম না জিতলাম তা নিয়ে ভাবি না। গত কাল পর্যন্তও দ্বন্দ্বে ছিলাম যে টস জিতলে কী নেব। আকাশ মেঘলা ছিল। আজও রয়েছে। তবে পিচ দেখে ভালই লাগছে। প্রথম ইনিংসে বড় রান তুলতে পারব বলেই মনে হয়। বোলারেরাও সাহায্য পাবে।”