Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

ম্যাচ হারতেই মেজাজ হারালেন রোহিত! পিচ বিতর্কে সচিন-সৌরভদের টানলেন ভারত অধিনায়ক

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে আবার খবরের শিরোনামে পিচ। ইনদওরের পিচ নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারালেন রোহিত শর্মা। দলের প্রাক্তন ক্রিকেটারদের টেনে আনলেন তিনি।

Picture of Rohit Sharma

ইনদওরেও পিচ নিয়ে বিতর্ক হয়েছে। পিচ নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারিয়েছেন রোহিত শর্মা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৪:৪১
Share: Save:

পিচ নিয়ে বিতর্ক এখনও থামছে না। প্রথম দুই টেস্টে ভারতের জয়ের পরেও পিচ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তৃতীয় টেস্টে রোহিত শর্মাদের হারের পরেও তা কমল না। প্রথম দুই টেস্টে জেতায় এই প্রশ্নকে পাত্তা দেননি রোহিত। কিন্তু ইনদওরে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারতেই মেজাজ হারালেন ভারত অধিনায়ক। পিচ নিয়ে প্রশ্ন ওঠায় প্রাক্তন ক্রিকেটারদের প্রসঙ্গ টেনে আনলেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, কেন বার বার এই রকম পিচ তৈরি হচ্ছে! তার খেসারত তো দলকেই দিতে হচ্ছে। এক সাংবাদিক জানান, অনেক প্রাক্তন ক্রিকেটারও পিচের সমালোচনা করছেন। এ কথা শুনেই মেজাজ হারান রোহিত। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না প্রাক্তন ক্রিকেটারদের কোনও দিন এই ধরনের পিচে খেলতে হয়েছে। বাইরে থেকে বলা খুব সহজ।’’

তা হলে কি দলের নির্দেশ না মেনে ঘূর্ণি উইকেট তৈরি হচ্ছে ভারতে? জবাব হল, না। রোহিতরা যেমন চাইছেন তাঁদের তেমনই উইকেট দেওয়া হচ্ছে। রোহিত বলেন, ‘‘আমরা এই ধরনের পিচেই খেলতে চেয়েছিলাম। কারণ, আমাদের শক্তি স্পিন বোলিং। বিদেশ সফরের সময় ওরাও নিজেদের শক্তি অনুযায়ী পিচ করে। আমি বুঝতে পারছি না কেন ভারতেই শুধু পিচ নিয়ে এত কথা হয়! আমরা জানতাম, এই ধরনের পিচে ব্যাট করা কঠিন। তার পরেও আমরা খেলতে চেয়েছি।’’

দল হেরেছে বলেই এত প্রশ্ন উঠছে বলে মনে করেন রোহিত। তাঁর মতে, ক্রিকেটারদের ব্যর্থতায় হারতে হয়েছে তাঁদের। পিচের কোনও দায় নেই। রোহিত বলেন, ‘‘আমরা হেরেছি বলেই সবাই এত প্রশ্ন তুলছে। কিন্তু এই ধরনের পিচেই তো আগের দুটো টেস্ট জিতেছি। তার থেকে প্রমাণিত যে পিচের কোনও সমস্যা নেই। সমস্যা আমাদের ব্যাটিংয়ে। আমরা ভাল খেলতে পারিনি। তাই হারতে হয়েছে। কোথায় ভুল হয়েছে সেটা আমাদের দেখতে হবে। ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। পিচ নিয়ে কিছু ভাবছি না।’’

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের তিনটি টেস্টই শেষ হয়ে গিয়েছে আড়াই দিনে। পাঁচ দিন তো দূর, চার দিনেও গড়াচ্ছে না খেলা। টেস্ট ম্যাচ কেন পাঁচ দিনে গড়াচ্ছে না তার ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেছেন, ‘‘ভারতের বাইরেও তো টেস্ট তিন দিনে শেষ হয়ে যাচ্ছে। আসলে পাঁচ দিন খেলতে হলে ক্রিকেটারদের আরও বেশি দক্ষতা দেখাতে হবে। তবে সব সময় পাটা উইকেটে পাঁচ দিন ধরে খেলতে ভাল লাগে না। পাকিস্তানেই আমরা দেখেছি, পাটা উইকেটে খেলা দেখে দর্শকরা বিরক্ত। তাই আমরা দর্শকদের বিনোদন দিতে চেয়েছি। এমন পিচে খেলতে চেয়েছি যেখানে লড়াই হবে। খেলার ফলাফল হবে।’’

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়নের প্রশংসা শোনা গিয়েছিল রোহিতের মুখে। পরে সাংবাদিক বৈঠকেও ভারত অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, অসি স্পিনারদের ভাল বোলিংয়ের সামনে উইকেট দিয়েছেন তাঁরা। রোহিত বলেন, ‘‘আমরা দুই ইনিংসেই ভাল ব্যাট করতে পারিনি। যত উইকেট পড়েছে তার মধ্যে হয়তো পিচের কারণে ১ বা ২টো উইকেট পড়েছে। বাকি সব ক্ষেত্রে বোলারদের কৃতিত্ব। কিন্তু আমরা সে সব নিয়ে কথা বলছি না। পিচ নিয়ে চিৎকার করে যাচ্ছি।’’

৯ মার্চ থেকে আমদাবাদে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে সেই টেস্টে জিততেই হবে রোহিতদের। তাই আপাতত তৃতীয় টেস্টের ব্যর্থতা ভুলে সামনের দিকে এগোতে চান রোহিত। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে নামার বার্তা দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE