Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India vs Australia

পিচ-বিতর্কের পরের দিনই নাগপুরে অনুশীলন জাডেজা, পুজারার, অস্ট্রেলিয়ার নতুন চমক

সব ঠিকঠাক থাকলে সোমবারই প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে আড়াই দিনে টেস্ট শেষ হয়েছে। ফাঁকা সময়টা দু’দলের ক্রিকেটাররাই বসে কাটাতে চাননি।

pujara and jadeja

নাগপুরের সেই জামথার পিচে অনুশীলন করলেন রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পুজারারা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৬
Share: Save:

পিচে জল ঢেলে দেওয়ায় অনুশীলন করতে পারেনি বলে এক দিন আগেই অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া। সোমবার নাগপুরের সেই জামথার পিচে অনুশীলন করলেন রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পুজারারা। পিচ নিয়ে ঝামেলা করার পর অস্ট্রেলিয়াকেও অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে। তারাও পুরোদমে এ দিন অনুশীলন করেছে।

সব ঠিকঠাক থাকলে সোমবারই প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে আড়াই দিনে টেস্ট শেষ হয়েছে। ফাঁকা সময়টা দু’দলের ক্রিকেটাররাই বসে কাটাতে চাননি। ভারতের কয়েক জন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে নেমে পড়েন। অস্ট্রেলিয়ার প্রায় পুরো দলকেই নাগপুরে অনুশীলন করতে দেখা গিয়েছে। ভারতের নেটে হাত ঘোরালেন জাডেজা। ব্যাট করলেন পুজারা। কলকাতায় রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে আসার আগে অনুশীলনে মগ্ন থাকতে দেখা গেল জয়দেব উনাদকাটকেও।

অস্ট্রেলিয়া অনুশীলন করেছে ম্যাচের উইকেটে। সেখানে অন্য কৌশল নিয়েছে তারা। বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে উইকেটকিপিং করতে দেখা যাচ্ছে মার্নাস লাবুশেনকে। তা হলে কি অ্যালেক্স ক্যারেকে বসিয়ে অন্য কোনও ব্যাটারকে খেলানোর ভাবনা রয়েছে? উত্তর অবশ্য অজানা।

অস্ট্রেলিয়া যখন নাগপুরে অনুশীলন করছে, তখন দিল্লির কোটলায় অনুশীলন শুরু করেছেন মিচেল স্টার্ক। প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্ট হবে দিল্লিতে। নিজে বল করা ছাড়াও স্থানীয় শিক্ষার্থীদের ডেকে নেটে ২০ মিনিট ব্যাট করেছেন স্টার্ক। দিল্লির মাঠকর্মীরা এখনও পিচে নিয়মিত জল দিচ্ছেন। জানা গিয়েছে, ভারতীয় বোর্ডের তরফে পিচ নিয়ে এখনও কোনও নির্দেশিকা তাদের কাছে আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE