Advertisement
০২ এপ্রিল ২০২৩
India vs Australia

কোহলিকে নিয়ে আশাবাদী, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়‌ে কোন লড়াই দেখতে মুখিয়ে সচিন?

গোটা সিরিজ়ে নজরে থাকবেন বিরাট কোহলি। সাম্প্রতিক কালে যিনি রানের মধ্যেই রয়েছেন। সচিন তেন্ডুলকর আশাবাদী, কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেনা ছন্দেই পাওয়া যাবে।

file pic of virat kohli and sachin tendulkar

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে কোহলিকে নিয়ে আশাবাদী সচিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৩
Share: Save:

থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়‌ের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। স্বাভাবিক ভাবেই গোটা সিরিজ়ে নজরে থাকবেন বিরাট কোহলি। সাম্প্রতিক কালে যিনি রানের মধ্যেই রয়েছেন। সচিন তেন্ডুলকর আশাবাদী, কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেনা ছন্দেই পাওয়া যাবে।

Advertisement

বুধবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেছেন, “গত কয়েক মাসে কোহলির খেলা আমার খুবই ভাল লেগেছে। খুব ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিজে নেমেছে। কী করতে চেয়েছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নেমেছে। অস্ট্রেলিয়া সিরিজ়েও আশা করি এই ফর্ম ধরে রাখবে।”

ভারতের প্রাক্তন ওপেনার জানিয়েছেন, সিরিজ়ে কোহলির বিরুদ্ধে নেথান লায়নের লড়াই দেখতে তিনি মুখিয়ে। তাঁর কথায়, “এই ধরনের লড়াই দেখতে গোটা বিশ্বই ভালবাসে। আমার মতে, যে কোনও সিরিজ়েই ব্যক্তিগত দ্বৈরথ গুরুত্বপূর্ণ। মনে আছে, ১৯৯৮ সালে যে বার অস্ট্রেলিয়া এ দেশে এসেছিল, তখন ওয়ার্ন বনাম তেন্ডুলকরের লড়াই দেখতে সকলে মুথিয়ে ছিল। আমি মনে করিয়ে দিয়েছিলাম, ওয়ার্ন বনাম তেন্ডুলকর নয়, লড়াই হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার।”

সচিন কথা বলেছেন সূর্যকুমার যাদবকে নিয়েও। তাঁর মতে, দুই ফরম্যাটে নিজেকে প্রমাণ করা এই ক্রিকেটারের অবশ্যই প্রথম একাদশে থাকা উচিত। বলেছেন, “টি-টোয়েন্টি থেকে এক দিনের ক্রিকেট হয়ে এখন টেস্ট। গোটা বিশ্বজুড়ে ওকে নিয়ে মাতামাতি হয়েছে। যে-ই সূর্যের খেলা দেখেছে সে-ই ওকে ভালবেসে ফেলেছে। কিন্তু টেস্ট ক্রিকেট একটু আলাদা। সূর্যকে দেখে অবশ্য মনে হচ্ছে, টেস্ট ক্রিকেটের জন্যে ও পুরোপুরি তৈরি। কেএল রাহুল এবং শুভমন গিলের পাশাপাশি ওকেও নেওয়া উচিত। কে প্রথম একাদশে থাকবে সেটা নিয়ে কোনও কথা বলব না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.