Advertisement
২৭ এপ্রিল ২০২৪
india vs england

India vs England 2022: রোহিতের কোভিড নিয়ে চিন্তায় বিসিসিআই, কঠিন সিদ্ধান্ত বিরাটদের জন্য

ভারতীয় ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। ঘুরে বেড়ানো বন্ধ বিরাটদের। সমর্থকদের সঙ্গে ছবি তোলায় খুশি নয় বোর্ড।

রোহিত, বিরাটদের নিয়ে চিন্তায় বোর্ড।

রোহিত, বিরাটদের নিয়ে চিন্তায় বোর্ড। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১০:৫৬
Share: Save:

তিন দিন পর শুরু ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার আগে রোহিত শর্মার করোনা হওয়ায় চিন্তায় ভারতীয় বোর্ড। সেই কারণে জৈবদুর্গ না থাকলেও বিরাট কোহলীদের বাইরে ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই।

শনিবার জানা যায় রোহিত করোনা আক্রান্ত। ভারত সেই সময় লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল। সঙ্গে সঙ্গে রোহিতকে নিভৃতবাসে পাঠানো হয়। এই সিরিজে জৈবদুর্গ নেই। কিন্তু করোনা চলে যায়নি। বিরাটরা বাইরে ঘুরে বেড়ালে সতীর্থ ক্রিকেটারদেরও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই এমন নিষেধাজ্ঞা জারি করল বোর্ড।

বিসিসিআই-এর এক কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোয় বোর্ড বিরক্ত। তাঁদের সাবধানও করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন। এটা সাংঘাতিক হতে পারে। ক্রিকেটারদের ঘরে থাকতে বলা হয়েছে, সব রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।”

বিরাট, রোহিতের মতো ক্রিকেটারদের সমর্থকদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল। তাঁদের সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। উইকেটরক্ষক ঋষভ পন্থের ছবিও নেটমাধ্যমে পাওয়া গিয়েছে। যেখানে তাঁকে সমর্থকদের মাঝে দেখা গিয়েছে। এই ঘটনা খুব ভাল ভাবে নেয়নি বোর্ড।

১ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। গত বছর পাঁচ টেস্টের সিরিজের মধ্যে শেষ ম্যাচটি খেলা হয়নি করোনার কারণে। সে বার ভারতের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় শেষ ম্যাচ না খেলেই ইংল্যান্ড ছেড়ে চলে আসে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE