Advertisement
১৯ এপ্রিল ২০২৪

India vs England 2022: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে নেই রোহিত, ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা

করোনা আক্রান্ত রোহিত শর্মা। পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি। তাঁর বদলে সেই টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন বুমরা।

রোহিত নেই, টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে।

রোহিত নেই, টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৮:৩১
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। বুধবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে নেই রোহিত। তাঁর বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা।

বোর্ডের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্তা বলেন, ‘‘শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এখনও নিভৃতবাসে রোহিত। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক হিসাবে থাকা যশপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দেবেন।’’

বুমরা ৩৬তম ভারতীয় অধিনায়ক, যিনি ভারতকে টেস্টে নেতৃত্ব দেবেন। ২৯টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে বুমরার। তাঁকেই ভবিষ্যতের নেতা হিসাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক চেতন শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE