Advertisement
০৭ মে ২০২৪
Rohit Sharma

India vs England 2022: কোহলী অনিশ্চিত, তবু বৃহস্পতিবারই এক দিনের সিরিজ জিততে চাইছেন রোহিতরা

কুঁচকির চোটের কারণে বিরাট কোহলী দ্বিতীয় এক দিনের ম্যাচেও হয়তো খেলবেন না। তবে ভারতীয় দল চাইছে সিরিজের নিষ্পত্তি করতে।

বিরাটকে ছাড়াই জিততে চান রোহিতরা।

বিরাটকে ছাড়াই জিততে চান রোহিতরা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৮:১৯
Share: Save:

এক দিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বছর দেড়েক বাকি। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু ৫০ ওভারের ম্যাচ থাকলে এখন থেকেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চাইছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে এই সিরিজগুলিকে। তাই বিরাট কোহলীকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে ফুটছে ভারতীয় দল। লন্ডনের ওভালে যে ভাবে দল খেলেছে, সে ভাবেই বৃহস্পতিবার লর্ডসে খেলতে চাইছেন রোহিতরা।

কুঁচকির চোটের জন্য প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলী। দ্বিতীয় এক দিনের ম্যাচেও অনিশ্চিত। প্রথম এক দিনের ম্যাচের পর কোহলী প্রসঙ্গে যশপ্রীত বুমরা বলেন, “আমি তৃতীয় টি-টোয়েন্টিতে খেলিনি। ও প্রথম এক দিনের ম্যাচে খেলেনি। তাই ওর চোটের ব্যাপারে ঠিক জানি না।”

কোহলীর অনুপস্থিতি দলে প্রভাব ফেলতে পারে, এমনটা কেউই মনে করছেন না। একাধিক বিকল্প ক্রিকেটার তৈরি আছে ভারতীয় দলে। কোহলী না খেললে তাঁর জায়গা নেওয়ার জন্যে তৈরি শ্রেয়স আয়ার। বাকিরাও ভাল ছন্দে রয়েছেন। কুঁচকির চোটের ক্ষেত্রে বিশ্রাম নেওয়াটাই শ্রেয়। জোর করে খেলতে গেলে ব্যথা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাই কোহলীকে নিয়ে ঝুঁকি না-ও নেওয়া হতে পারে।

রোহিতদের আশা, ওভালের মতো পিচ যাতে লর্ডসেও পাওয়া যায়। মেঘলা আকাশে প্রথমে বল করতে নেমে সুইংয়ের সাহায্যে ইংরেজ ব্যাটারদের নাস্তানাবুদ করেছিলেন বুমরা, মহম্মদ শামিরা। তাঁরা চাইবেন, লর্ডসেও পরিস্থিতি একই থাকুক। টসে জেতা গুরুত্বপূর্ণ হতে চলেছে রোহিতদের কাছে। প্রথমে ফিল্ডিং নিলে বুমরা-শামি যুগলবন্দি আবার দেখা যেতে পারে।

এখন দেখার, কোহলী খেলতে না পারলে ভারতীয় দল দীপক হুডাকে ফিরিয়ে আনে কি না। শর্ট বলের বিরুদ্ধে শ্রেয়সের দুর্বলতা সবারই জানা। ফলে তাঁর বদলে হুডাকে দলে আনাই যায়। ছন্দে থাকা হুডা বিপক্ষের বোলিং আক্রমণকে চাপে ফেলে দিতে পারেন। তাঁর হাতে বড় শটও রয়েছে।

লর্ডসের পিচ সাধারণত ব্যাটিং-সহায়ক হয়। টসে জিতে প্রথমে ব্যাট নিলে এই ম্যাচে বড় রান খাড়া করতে পারেন রোহিতরা। ইংল্যান্ডকে কম রানে আউট করে দেওয়ার মতো বোলিং বিভাগও রয়েছে তাঁদের হাতে। তাই জস বাটলারদের চ্যালেঞ্জ জানাতে তৈরি ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE