টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে বিরাট কোহলীর নেতৃত্ব ছাড়া ও কাড়া প্রসঙ্গে গত কয়েক দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেই সাংবাদিক বৈঠক যেন একটা ছোটখাটো বিস্ফোরণই ছিল। এ বার সেই বিষয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
বোর্ড-কোহলী বিতর্ক নিয়ে রবিবার প্রশ্ন করা হয় দ্রাবিড়কে। কৌশলে সেই প্রশ্নের কোনও উত্তর দেননি ভারতের কোচ। বলেছেন, “সত্যি বলতে, এ সব নির্বাচকদের ব্যাপার। আমার নয়। কী কথাবার্তা হয়েছে না হয়েছে সেটার ভেতরে ঢুকতে চাই না। তা ছাড়া, গোপন কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে আনতে চাই না।”