চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রহাণের রানের খরা কাটছেই না। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁদের ব্যাটে রান নেই। রহাণে তবু প্রথম ইনিংসে অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু পুজারা দু’টি ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তাঁরা আর সুযোগ পাবেন কিনা, এটাই এখন বড় প্রশ্ন।
তবে ভারতীয় দল পরিচালন সমিতি যে তাঁদের পাশেই রয়েছে, এটা বোঝা গিয়েছে। চতুর্থ দিনের খেলা শেষের পর ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলে দিয়েছেন, তাঁরা এখনই ধৈর্য হারাতে রাজি নন।