ধারে-ভারে এমনিতেই শুক্রবার মোহালিতে ভারতের থেকে পিছিয়ে নামবে শ্রীলঙ্কা। প্রথম টেস্টের আগে তাদের পক্ষে খারাপ খবর। সুস্থ হয়ে উঠতে পারলেন না কুশল মেন্ডিস। ফলে প্রথম টেস্টে এই পেসারকে পাবে না শ্রীলঙ্কা। তাঁর বদলে নিরোশন ডিকওয়েলাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
গত বছর ইংল্যান্ডে গিয়ে জৈব দুর্গ ভাঙায় এক বছর নির্বাসিত হয়েছিলেন ডিকওয়েলা এবং মেন্ডিস দু’জনেই। তবে পরে তাঁদের নির্বাসন কমানো হয়। দলেও জায়গা পান। মেন্ডিসের চোট লেগেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি খেলার সময়। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সে কারণে খেলতে পারেননি তিনি।