Advertisement
২১ মে ২০২৪
India vs Sri Lanka 2023

‘ভয় পাইয়ে দেওয়া’ হার্দিকের এখন নিজেকে সত্যিই ‘ইন্ডিয়া ক্যাপ্টেন’ মনে হচ্ছে

হার্দিককে দেখে অনেকেরই মনে হয়েছিল, আবার চোট পেলেন না তো! কিন্তু সবাইকে আশ্বস্ত করে হার্দিক জানিয়েছেন, তিনি যতক্ষণ হাসছেন, কোনও চিন্তা নেই।

হার্দিক পাণ্ড্য।

হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ০০:০৬
Share: Save:

ভয় পাইয়ে দেওয়াটা তাঁর স্বভাব, ম্যাচের পরে স্বীকার করে নিলেন হার্দিক পাণ্ড্য। মঙ্গলবার তাঁকে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন, আবার চোট পেলেন না তো! কিন্তু সবাইকে আশ্বস্ত করে হার্দিক জানিয়েছেন, তিনি যতক্ষণ হাসছেন, কোনও চিন্তা নেই।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরে ভারত অধিনায়ক বলেন, ‘‘সবাইকে ভয় পাইয়ে দেওয়াটা দেখছি আমার স্বভাব হয়ে গিয়েছে। কিন্তু চিন্তা নেই, যতক্ষণ আমার মুখে হাসি লেগে রয়েছে, জানবেন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।’’ তা হলে ম্যাচের সময় সমস্যা কী হয়েছিল? হার্দিকের জবাব, ‘‘কিছুই না। কাল রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। জল কম খাওয়া হয়েছে। তাই হয়ত একটু টান ধরেছিল।’’

অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হবে ভেবে ঘুম হয়নি কিনা, সে ব্যাপারে কিছু বলেননি হার্দিক। তবে এ বার যে নিজেকে অধিনায়ক মনে হচ্ছে, সেটা জানিয়ে দিলেন। বলেন, ‘‘এখন বলতে পারি, ‘ক্যাপ্টেন’ ডাকটা বেশ ভাল লাগছে। নিজেকে সত্যিই ‘ইন্ডিয়া ক্যাপ্টেন’ মনে হচ্ছে।’’

অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন শিবম মাভি। তাঁকে কী ভাবে ভরসা দিয়েছেন জানিয়ে হার্দিক বলেন, ‘‘ওকে আইপিএলের সময় থেকে দেখছি। বেশ ভাল বল করেছে আইপিএলে। জানি ও কী করতে পারে। তাই ওকে বলে দিয়েছিলাম, নিজের ক্ষমতা অনুযায়ী বল করে যেতে। বুঝিয়ে দিয়েছিলাম, যদি মার খেয়ে যায়, তবু ওর সঙ্গে আছি।’’

যে কোনও ম্যাচে নতুন বলে শুরু করতে পারেন হার্দিক। তার ইঙ্গিত দিয়ে তিনি নিজেই বলেন, ‘‘আমি তো সুইং বোলিং অনুশীলন করছি। বিশেষ করে ইনসুইং রপ্ত করছি। নেটে নতুন বলে নিয়মিত বল করছি। এ বার ম্যাচেও করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE