টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও দু’মাস দূরে। তবে ওয়েস্ট ইন্ডিজ থেকেই সেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জানালেন দীনেশ কার্তিক। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বিভিন্ন পরিবেশে খেলার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকে শুরু করে দিয়েছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজে তিনটি ম্যাচ খেলার পর ফ্লরিডাতে গিয়েছে ভারত। দু’টি ম্যাচ হবে লডারহিলে। কার্তিক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি মাঠে আলাদা আলাদা পরিবেশে খেলতে হয়েছে তাঁদের। আমেরিকাতেও আলাদা পরিবেশে খেলতে হবে।
কার্তিকের কথায়, “কিছু দিন পরেই বিশ্বকাপে খেলতে যেতে হবে আমাদের। তিনটি মাঠ আমার মাথায় আসছে, যার চরিত্র তিন রকম। সিডনির মাঠ চওড়ায় বেশ ছোট। কিন্তু সোজাসুজি মাঠটা অনেক লম্বা। অ্যাডিলেডেও একই রকম। চওড়ায় কম, লম্বায় বেশি। মেলবোর্নে ঠিক উল্টো। সোজাসুজি বেশ ছোট, দুটো পাশ অনেক লম্বা।”