ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হল কেমার রোচ, এনক্রুমাহ বনার এবং ব্রেন্ডন কিংকে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এক দিনের সিরিজ। প্রতিটি ম্যাচই হবে আমদাবাদে।
টেস্ট দলের নিয়মিত সদস্য রোচ। কিন্তু এক দিনের ফরম্যাটে সাম্প্রতিক কালে খেলতে দেখা যায়নি তাঁকে। ২০১৯-এ ভারতের বিরুদ্ধেই শেষ বার পোর্ট অব স্পেনে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেনেস এক বিবৃতিতে বলেছেন, ‘রোচ আমাদের অন্যতম সেরা জোরে বোলার। দ্রুত ভারতের উইকেট তুলতে ওর মতো বোলারই আমাদের দরকার। তা ছাড়া আমরা চাই, দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রাখতে। এমন জায়গায় যেতে চাই যেখানে একটা জায়গার জন্য অনেকে লড়াইয়ে থাকবে।”