লাহৌরের আনারকলি বাজারে গত ২০ জানুয়ারি বোমা বিস্ফোরণের পর করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগুন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তটস্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিএসএল শুরু হওয়ার ঠিক দু’ দিন আগে মঙ্গলবার রাতে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগুন লেগে যায়। ক্রিকেট পাকিস্তান তাদের ওয়েব সাইটে এই খবর জানিয়ে লিখেছেন, অস্থায়ী কমেন্ট্রি বক্স তৈরির সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।
জৈবদুর্গ যাতে ঠিক মতো তৈরি করা যায়, তার জন্যই ন্যাশনাল স্টেডিয়ামের কমেন্ট্রি বক্স চারতলা থেকে নামিয়ে একতলায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই কাজ চলছিল। ক্ষয়ক্ষতির অবশ্য কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ন্যাশনাল স্টেডিয়ামে পাকাপাকি ভাবে দমকলের একটি ইঞ্জিন রাখা থাকবে।